Mock Drill (Photo Credit: X)

পহেলগাম হামলার পর পাকিস্তানের জঙ্গিঘাঁটি গুড়িয়ে দেওয়ার জন্য লঞ্চ হয় অপারেশন সিঁদুর। সেই সময় থেকেই মক ড্রিল (Mock Drill) শব্দটির সঙ্গে পরিচিত হয় দেশবাসী। আপৎকালীন সময়ে জনগণ নিজেদের আত্মরক্ষার জন্য কী কী পদক্ষেপ নেবে, সেই সংক্রান্ত অনুশীলন শুরু হয়েছিল গোটা দেশে। অংশগ্রহণ করেছিলেন সববয়সী মানুষজন। কিন্তু বর্তমানে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। যুদ্ধবিরতি ঘোষণা হওয়ার পর দুই দেশের মধ্যে এখন আর কোনও সংঘর্ষের ঘটনা ঘটছে না। সীমান্ত এলাকাও এখন অনেকটাই বিপদমুক্ত। তারপরেও দেশজুড়ে ফের শুরু হল মক ড্রিল।

মক ড্রিল চালু হয়েছে বিভিন্ন রাজ্যে

চলতি মাসের শেষের দিক থেকে কেন্দ্র সরকারের নির্দেশিকায় জম্মু-কাশ্মীর, গুজরাট, রাজস্থান, হরিয়ানা, পঞ্জাব সহ একাধিক সীমান্তবর্তী এলাকায় শুরু হয়েছে অপারেশন শিল্ডের অধীনে মক ড্রিল। আসলে বিপদ কখনই বলে আসবে না। ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা হলেও কখন আবার যুদ্ধ লেগে যাবে, তা নিশ্চিত করে কেউই বলতে পারছে না। সেই কারণে আগাম সতর্কতার জন্য জম্মু-কাশ্মীরের পুঞ্চ থেকে হরিয়ানার ন্যুহ, একাধিক জায়গায় বিগত কয়েকদিন ধরে শুরু হয়েছে মক ড্রিল।

দেখুন ভিডিয়ো

অপারেশন সিঁদুর

এবারেও এই মক ড্রিলে স্বতঃস্ফূতভাবে যোগ দিচ্ছে সব বয়সের মানুষজন। মক ড্রিল পরিচালনা করা হচ্ছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। সেই সঙ্গে ঘন্টাখানেক জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় সম্পূর্ণভাবে ব্ল্যাক আউটও করা হচ্ছে। প্রসঙ্গত, অপারেশন সিঁদুরের পর পাকিস্তান একাধিকবার ভারতে হামলা চালানো চেষ্টা করে। কিন্তু ভারতীয় প্রতিরক্ষা ব্যবস্থা সেই হামলা থেকে বাঁচিয়েছে। কিন্তু পুঞ্চে পাক সেনার গুলি বর্ষণে হতাহত হয়েছে সীমান্তবর্তী এলাকার নাগরিকরা।