Indian Navy finds body of missing MiG-29K trainer aircraft's pilot. (Photo Credits: @CaptDKS)

নয়াদিল্লি, ৭ ডিসেম্বর: ২৬ নভেম্বর MiG-29K প্রশিক্ষণরত এয়ারক্রাফ্ট ভেঙে পড়ে আরব সাগরের উপরে। এরপরই নিখোঁজ হয়ে যান পাইলট কমান্ডার নিশান্ত সিং। অবশেষে ১১ দিন পর উদ্ধার হল তাঁর মৃতদেহ। গোয়ার পশ্চিম উপকূল থেকে ৩০ মাইল ভিতরে এবং সমুদ্রের ৭০ মিটার গভীরে উদ্ধার হয়েছে নিশান্তের মৃতদেহ। সোমবার নৌবাহিনীর তল্লাশির সময়ই উদ্ধার হয় এই মৃতদেহ। সংবাদসংস্থা এএনআই সূত্রে এমনটাই খবর।

১০ দিন কেটে গেলেও মিলছিল না কমান্ডার নিশান্ত সিংয়ের মৃতদেহ। উদ্ধারকাজে নামানো হয় ৯টি যুদ্ধজাহাজ, ১৪ টি এয়ারক্রাফ্ট এবং উপকূলের পুলিশের সঙ্গেও যোগাযোগ করা হয়। এছাড়া সমুদ্রে নামানো হয় ফাস্ট ইন্টারসিপেটর ক্রাফ্ট। আরও পড়ুন: Mrigen Maity Dies: প্রয়াত তৃণমূল বিধায়ক মৃগেন মাইতি, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির

নৌবাহিনীর তরফে একটি বিজ্ঞপ্তি পেশ করে জানানো হয়েছে, "মাঝসমুদ্রে এয়ারক্রাফ্টের বেশ কিছু ভাঙা অংশ উদ্ধার হয়। এরমধ্যে রয়েছে ল্যান্ডিং গিয়ার, টার্বো চার্জার, ফুয়েল ট্যাঙ্ক ইঞ্জিন এবং ওয়াইন ইঞ্জিন।" নিশান্ত ছাড়াও আরও একজন পাইলট এয়ারক্রাফ্টে ছিলেন। যদিও দুর্ঘটনার পরই তাঁকে উদ্ধার করা হয়।