Ludhiana Fire: লুধিয়ানায় দাউদাউ করে জ্বলছে সাইকেল কারখানা, ঘটনাস্থলের ভিডিয়ো
Photo Credits: ANI

বৃহস্পতিবার রাতে সংবাদ সংস্থা এএনআইয়ের টুইটার পেজে পোস্ট হওয়া ভিডিয়োতে দাউদাউ করে আগুনে (fire) জ্বলতে দেখা গেল দু-তলা বিশিষ্ট একটি সাইকেল কারখানাকে (bicycle factory)। দুর্ঘটনাটি ঘটেছে পাঞ্জাবের (Punjab) লুধিনায়ার (Ludhiana) গিল রোডে (Gill Road) অবস্থিত সাইকেল মার্কেটে (cycle market)। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করছে দমকলের বেশ কয়েকটা ইঞ্জিন।

দেখুন ভিডিয়ো: 

এপ্রসঙ্গে দমকলের এএসআই আমরিক সিং জানান, দমকল দফতরের কর্মীরা ঘটনাস্থলে রয়েছেন। এখনও পর্যন্ত আগুন লাগার কারণ জানা যায়নি। খবর মেলেনি কোনও হতাহতেরও। আরও পড়ুন: Firozabad Shootout: উত্তরপ্রদেশে প্রকাশ্যে গুলি করে খুন পুলিশ আধিকারিককে, দেখুন ভিডিয়ো