বৃহস্পতিবার রাতে সংবাদ সংস্থা এএনআইয়ের টুইটার পেজে পোস্ট হওয়া ভিডিয়োতে দাউদাউ করে আগুনে (fire) জ্বলতে দেখা গেল দু-তলা বিশিষ্ট একটি সাইকেল কারখানাকে (bicycle factory)। দুর্ঘটনাটি ঘটেছে পাঞ্জাবের (Punjab) লুধিনায়ার (Ludhiana) গিল রোডে (Gill Road) অবস্থিত সাইকেল মার্কেটে (cycle market)। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করছে দমকলের বেশ কয়েকটা ইঞ্জিন।
দেখুন ভিডিয়ো:
#WATCH | Punjab: A massive fire breaks out in a two-storey bicycle factory in the cycle market located at Gill Road, Ludhiana. Fire tenders are present at the spot & efforts are underway to douse off the fire. Further details are awaited. pic.twitter.com/hAVsCD9Sba
— ANI (@ANI) August 3, 2023
এপ্রসঙ্গে দমকলের এএসআই আমরিক সিং জানান, দমকল দফতরের কর্মীরা ঘটনাস্থলে রয়েছেন। এখনও পর্যন্ত আগুন লাগার কারণ জানা যায়নি। খবর মেলেনি কোনও হতাহতেরও। আরও পড়ুন: Firozabad Shootout: উত্তরপ্রদেশে প্রকাশ্যে গুলি করে খুন পুলিশ আধিকারিককে, দেখুন ভিডিয়ো
#WATCH | Punjab: "...The fire department team is present at the spot. The cause of the fire is yet to be ascertained. But there is no report of any casualty," says ASI Amrik Singh. pic.twitter.com/NNhefrTO6m
— ANI (@ANI) August 3, 2023