ইম্ফল (মনীপুর), ৯ সেপ্টেম্বর: পথ দেখাল মনীপুর (Manipur)। দেশের এক অবহেলিত সমস্যাকে গুরুত্ব দিয়ে পথ দেখিয়ে মনীপুরে ঘোষণা হল, 'নো স্কুল ব্যাগ ডে' ('No School Bag Day')। মানে এবার থেকে সপ্তাহের একটা দিন পিঠে ব্যাগের ভারী বোঝা ছাড়াই স্কুলে যেতে পারবে মনীপুরের পড়ুয়ারা। মনীপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং ঘোষণা করেন, এবার থেকে প্রতি শনিবার প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণীর পড়ুয়ারা স্কুলে কোনও ব্যাগ ছাড়াই স্কুলে যাবে। শনিবারকে নো স্কুল ব্যাগ ডে' হিসেবে ঘোষণা করে মুখ্যমন্ত্রী এন বীরেন সিং বলেন, '' দুনিয়া খুব বদলে যাচ্ছে। আমাদের শিশুদের স্বাধীনতা দিতেই হবে। সবদিক বিচার করে আমরা এই সিদ্ধান্ত নিলাম।''
স্কুল পড়ুয়াদের পিঠে স্কুল ব্যাগের বোঝা নিয়ে অভিযোগ দীর্ঘদিনের। ছোট্ট কাঁধে ভারী বই চাপিয়ে অনেক খুদের শরীর খারাপ হয়েছে। তবু হুঁশ ফেরেনি। আরও পড়ুন- ফাইনালে থ্রিলার জিতে ১৯তম গ্র্যান্ড স্লাম জয় রাফায়েল নাদাল-এর, রাফা-রজারের দূরত্ব এখন উনিশ-বিশের
Manipur CM,N Biren Singh on state govt declared all working Saturdays as 'No School Bag Day' for students of class 1st to 8th: The world is changing so fast, we must give some liberty to children. After due consideration, the education department took the decision. (08/09) pic.twitter.com/w8M2T46hen
— ANI (@ANI) September 9, 2019
গত বছর স্কুলের ব্যাগের ওজন নিয়ে কেন্দ্রীয় সরকার কড়া নির্দেশিকা জারি করেছিল। নির্দেশিকার পর কলকাতা শহরের বেশ কিছু স্কুলে নিয়ম হয়েছিল- প্রথম ও দ্বিতীয় শ্রেণীর পড়ুয়াদের ক্ষেত্রে স্কুলে ব্যাগের ওজন দেড় কেজি-র মধ্যে থাকবে।
তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর ২-৩ কেজি। ষষ্ঠ-সপ্তম শ্রেণীর ক্ষেত্রে ৪ কেজি এবং অষ্টম থেকে দশম শ্রেণীর পড়ুয়াদের ক্ষেত্রে ৫ কেজি-র স্কুল ব্যাগের ওজন বেধে দেওয়া হয়। তবে তারপরেও কলকাতা শহরের স্কুল পড়ুয়াদের কাঁধের বোঝা কমছে না।