এই সেই গ্যাংস্টার (Photo Credits: IANS)

সম্ভল, ২৮ সেপ্টেম্বর: “আমাকে গুলি করবেন না।” এই প্ল্যাকার্ড গলায় ঝুলিয়ে থানায় এসে আত্মসমর্পণ (Man Surrenders to Police) করল এক ব্যক্তি। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের সম্ভলের নাখাশা থানায়। অভিযুক্তের নাম নঈম। তার বিরুদ্ধে গ্যাংস্টার কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। পুলিশের খাতায় ফেরার ছিল সে। এদিকে তাকে গ্রেপ্তারের জন্য ১৫ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেছে সম্ভল পুলিশ। নঈমের মাথার দাম ধার্য হয়েছে ১৫ হাজার। যে তার খবর দিতে পারবে সেই পাবে এই টাকা। এমনিতেই গ্যাংস্টার বিকাশ দুবের এনকাউন্টারের পর থেকে উত্তরপ্রদেশের অপরাজ জগতের সঙ্গে জড়িতরা বেশ ভয়ে আছে। মাথার দামের খবর পেতেই নঈম তাই নিজে থেকে থানায় এসে ধরা দিল। আরও পড়ুন-Donald Trump: ১৫ বছরের মধ্যে ১০ বছর আয়কর দেননি ডোনাল্ড ট্রাম্প! চাঞ্চল্যকর খবরে তোলপাড় আমেরিকা

ধৃতের গলায় ঝোলানো প্ল্যাকার্ডে লেখা ছিল, “আমি সম্ভল পুলিশকে ভয় পাচ্ছি। আমি আমার ভুল স্বীকার করছি। আমি আত্মসমর্পণ করছি। দয়া করে আমার উপরে গুলি চালাবেন না।” মূলত একাউন্টারে মৃত্যুর আশঙ্কা থেকে বাঁচতেই থানায় আত্মসমর্পণ করেছে নঈম। এই প্রসঙ্গে নাখাশা থানায় স্টেশন অফিসার ধরমপাল সিং জানান, এই প্রথম যে কোনও গ্যাংস্টার এনকাউন্টারের ভয়ে আত্মসমর্পণ করেছে, এমনটা নয়। এর আগেও ক্ষমাভিক্ষা চেয়ে অনেক অপরাধীই থানায় এসে আত্মসমর্পণ করেছে। নঈমের মতোই কাণ্ড ঘটেছে আমরোহা ও কানপুরে। মূলত নিজেদের নিরাপত্তা সুনিশ্চিত করতে তিনটি ঘটনাতেই এই গ্যাংস্টাররা স্থানীয় সংবাদ মাধ্যমকে সঙ্গে নিয়ে থানায় আত্মসমর্পণ করেছে। মোটামুটি গ্যাংস্টার বিকাশ দুবের ঘটনার পর থেকেই সংবাদ মাধ্যমের উপস্থিতিতে গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে আত্মসমর্পণের ট্যাকটিক্স নিচ্ছে যোগীর রাজ্যের বাঘা অপরাধীরা।