বাবাকে কোলে নিয়ে হাসপাতালের পথে ছেলে (Photo Credits: ANI)

কেরালা, ১৬ এপ্রিল: লকডাউন মেনে অটোরিকশা থামিয়ে দিয়েছিল পুলিশ। অসুস্থ বাবাকে কোলে নিয়ে এক কিলোমিটার হেঁটে হাসপাতালে পৌঁছলেন ছেলে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে কেরালার (Kerala) পুনালুর এলাকায়। মারণ ভাইরাসের সংক্রমণ রোধে ১৪ এপ্রিল ফের লকডাউনের সময়সীমা বাড়িয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী ৩ মে পর্যন্ত বেড়েছে সময়সীমা। এই লকডাউনের কারণেই রাস্তাঘাটে মানুষের বিক্ষিপ্ত চলাচলে বন্ধ করতে তৎপর হয়েছে পুলিশ।

কেরালা সরকারের তরফে একটা নোটিস প্রকাশ হয়েছে। তাতে রাজ্যের মধ্যে বাসিন্দাদের চিকিৎসার কারণে যাতায়াতে অনুমতি দেওয়া হয়েছে। এই তালিকায় পড়ছেন অন্তঃসত্ত্বাও। এমনকী আত্মীয়দের মধ্যে কেউ মরণাপন্ন হলে বা কারোরও মৃত্যু হলেও সেখানে যাওয়ার অনুমতি দিয়েছে পিনারাই বিজয়নের সরকার। সংবাদ সংস্থা এএনআই জানাচ্ছে গাড়িতে অন্তঃসত্ত্বার সঙ্গে থাকতে পারে কোনও নাবালক বা নাবালিকা, একজন সঙ্গী ও গাড়িচালক। বুধবার বিকেল পর্যন্ত দেশে করোনা আক্রান্তের সংখ্যা ১১ হাজার ৯৩৩ জন। গতকাল বিকেল পর্যন্ত ৭৭ জন এই ভাইরাসের বলি হয়েছেন। ১৫ এপ্রিল পর্যন্ত মারণ ভাইরাসে দেশে মৃত ৩৯২। আরও পড়ুন- Coronavirus Outbreak: করোনাভাইরাসের সংক্রমণ রুখতে 'হটস্পট', 'নন হটস্পট' ও 'গ্রিন জোনে ভাগ দেশ

এদিকে করোনাভাইরাসকে রুখতে ও লকডাউন সঠিকভাবে কার্যকর করতে সারা দেশকে তিনটি জোনে ভাগ করছে কেন্দ্রীয় সরকার। সারা দেশের সমস্ত জেলাকে 'হটস্পট জেলা', 'নন হটস্পট জেলা' ও 'গ্রিন জোন জেলায়' ভাগ করার সিদ্ধান্ত হয়েছে বলে আজ সাংবাদিক বৈঠকে জানান কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের জয়েন্ট সেক্রেটারি লব আগরওয়াল। যে জেলাগুলিতে বিপুল সংখ্যক মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে সেই জেলাগুলি হটস্পট জেলা হিসাবে বিবেচিত হবে। একইভাবে, তুলনায় কম আক্রান্ত যে জেলাগুলিতে হয়েছে সেগুলি নন হটস্পট জেলা হিসেবে বিবেচিত হবে। অন্যদিকে যে সব জেলাগুলিতে কোনও করোনাভাইরাসে আক্রান্তের খোঁজ মেলেনি সেই জেলাগুলি গ্রিন জোন হিসাবে বিবেচিত হবে।