নয়াদিল্লিঃ সম্প্রতি আইজলে(Aizawl) ঘটে গিয়েছে একটি অবাক করা করা ঘটনা। এ বার কিউআর কোড(QR Code) বদল করে চলছে অভিনব কায়দায় চুরি। ঘটনাটি ঘটেছে আইজলের একটি পেট্রোল পাম্পে(Petrol Pump)। অভিযোগ, কিউআর কোডের স্টিকার বদলে দেওয়া হয়। ফলে সমস্ত টাকা চলে যায় চোরের অ্যাকাউন্টে। ব্যাপারটা বুঝে উঠতে বেশ খানিকটা লেগে যায় পেট্রোল পাম্প কর্তৃপক্ষের। এরপর পুলিশের দ্বারস্থ হন পাম্পের মালিক। তদন্তে নেমে চোরের এই কারসাজি ধরে ফেলে পুলিশ। শুরু হয় অভিযুক্তের খোঁজ। সিসিটিভি ফুটেজের সূত্র ধরে আটক করা হয় এইচ লালরোলুয়ায় নামে বছর ২৩ এর এক যুবককে। আইজলের সেনা ব্যারাক সংলগ্ন এলাকায় থাকা শুরু করেছিল সে, এমনটাই পুলিশ সূত্রে খবর। সেখান থেকেই তাকে আটক করে পুলিশ। শুরু হয় দফায় দফায় জেরা। এরপর পুলিশি জেরায় অপরাধের কথা স্বীকার করে সে। তাকে গ্রেফতার করে আইজল পুলিশ। তার বিরুদ্ধে চুরি সহ একাধিক ধারায় মামাওলা রুজু হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।
কিউআর কোড বদলে অভিনব কায়দায় চুরি, গ্রেফতার যুবক
Man Arrested For Stealing Money By Changing QR Code Of Petrol Pump: Police https://t.co/g3ETWGrUBg pic.twitter.com/LaLpz1UjLh
— NDTV News feed (@ndtvfeed) November 10, 2024