গুয়াহাটি, ৪ মার্চ: "মমতা ব্যানার্জি (Mamata Banerjee) ভারতের সংবিধানে অন্তর্ভুক্ত নাগরিকত্বের ধারাটি নতুন করে ব্যাখ্যা করার চেষ্টা করছেন, আমি মনে করি পরের বার তিনি পশ্চিমবঙ্গে (West Bengal) নয়, বাংলাদেশে (Bangladesh) প্রচার চালাবেন। তিনি বাংলাদেশি অনুপ্রবেশকারীদের পক্ষে। তিনি বলবেন দয়া করে আসুন এবং আমাকে বারবার নির্বাচন করুন।" আজ এই মন্তব্য করলেন অসমের মন্ত্রী ও বিজেপি নেতা হেমন্ত বিশ্ব শর্মা (Himanta Biswa Sarma)। নাগরিকত্ব সংশোধন আইনের প্রতিবাদে শুরু থেকেই প্রতিবাদ চালিয়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। রাজ্যে এনিয়ে তিনি প্রতিবাাদ-মিছিল করেন। গতকালও নাগরিকত্ব সংশোধন আইন নিয়ে কেন্দ্রক তুলোধোনা করেন মুখ্যমন্ত্রী। জবাবে অসমের মন্ত্রী বলেন, "পশ্চিমবঙ্গ সরকারের কাছে যে সীমিত সংস্থান রয়েছে, তা বাংলার দরিদ্র ও দরিদ্রদের জন্য ব্যবহার করা উচিত ছিল। মতা ব্যানার্জি প্রকাশ্যে বাংলাদেশের অনুপ্রবেশকারীদের একটি বিশেষ অংশকে ভারতে আমন্ত্রণ জানাচ্ছেন।"
গতকাল কালিয়াগঞ্জের সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেন, "বিজেপির কার্ডের প্রয়োজন নেই, উদ্বাস্তুরা সকলেই নাগরিক। যারা বাংলাদেশ থেকে এসেছে ও ভোট দিয়েছে তারা সবাই নাগরিক।"এরপরই তিনি তোপ দেগে বলেন, "আমরা উত্তরপ্রদেশ, দিল্লি চাই না, দাঙ্গা চাই না, ভাত চাই। দিল্লিতে যা হচ্ছে, তা বাংলায় হবে না। বাংলা দিল্লি নয়।" নারীশক্তিকে উদ্দীপ্ত করতে তাঁর পরামর্শ, “হাতা-খুন্তি নিয়ে যেমন রান্নাঘরে কাজ করেন, তেমন কেউ বাড়িতে গিয়ে কোনও জুলুম করলে, সেগুলি নিয়ে রুখে দাঁড়ান।” আরও পড়ুন: CM Mamata Banerjee: সীমান্ত প্রহরায় থাকা বিএসএফরা গ্রামের সমস্যায় নাক গলাতে পারে না, কালিয়াগঞ্জে বললেন মমতা ব্যানার্জি
কালিয়াগঞ্জের সভা থেকে নাগরিকত্ব নিয়ে সকলকে আশ্বস্ত করেছেন মমতা। তাঁর কথায়, “কেউ নাগরিকত্ব কাড়তে পারবে না। নাগরিকত্ব নতুন করে দেওয়ার দরকার নেই, আপনারা সবাই নাগরিক। বিজেপির কথায় ভুল বুঝবেন না। কেউ চিন্তা করবেন না, যে কোনও বিপদে আপনাদের পাশে পাবেন এই দিদিকে।”