CM Mamata Banerjee: সীমান্ত প্রহরায় থাকা বিএসএফরা গ্রামের সমস্যায় নাক গলাতে পারে না, কালিয়াগঞ্জে বললেন মমতা ব্যানার্জি
মমতা ব্যানার্জি(Photo Credits: IANS)

কলকাতা, ৪ মার্চ: সীমান্ত প্রহরায় থাকা বিএসএফ জওয়ানরা সাধারণ মানুষের উন্নয়ন প্রকল্পে অংশ নেওয়ার নামে গ্রামে ঢুকতে পারেন না। একই সঙ্গে স্থানীয় কোনও বিষয়ে নাক গলাতেও পারেন না। মঙ্গলবার উত্তর দিনাজপুর সফরে যান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সেখানকার বাংলাদেশ সীমান্ত লাগোয়া কালিয়াগঞ্জ এলাকাছ ছিল বৈঠক। সেই সমাবেশেই একথা বলেন মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee)। তিনি আরও বলেন, “সীমান্তে প্রহরার পাশাপাশি বিএসএফ গ্রামে ঢুকে সেখানকার স্থানীয়দের প্রভাবিত করার চেষ্টা করছে। পুলিশের এই বিষয়ে সতর্ক থাকতে হবে। বিএসএফ জওয়ানরা যে গ্রামে ঢুকে কমিউনিটি ডেভেলপমেন্ট নিয়ে কোনও কাজ করতে পারেন না, বা গ্রামের বিষয়ে নাক গলাতে পারেন না, তা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রকের সঙ্গে কথা বলব।”

মুখ্যমন্ত্রী সংবাদ সংস্থা এএনআই-কে জানান, “আইন শৃঙ্খলার বিষয়টি সম্পূর্ণভাবে রাজ্যের এক্তিয়ারে পড়ে। সেখানে বিএসএফ-এর নাক গলানোর দরকার নেই। স্থানীয় থানার পুলিশের সেই বিষয়টি কড়া নজরদারিতে রাখতে হবে। এবং এমন কিছু ঘটলে তার জন্য যথাযথ ব্যবস্থাও নিতে হবে।” হাসপাতালে প্রসূতিদের বেড পাইয়ের দেওয়ার নামে টাকা তোলা হচ্ছে। এসব বরদাস্ত করা হবে না বলে কালিয়াগঞ্জ কলেজের মাঠে উত্তর দিনাজপুর জেলার প্রশাসনিক বৈঠকে স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ডিজি-কে নির্দেশ দিলেন, অবিলম্বে সিআইডি তদন্ত করে দোষীদের খুঁজে বের করতে হবে। আরও পড়ুন-Mamata Banerjee: কালিয়াগঞ্জের সভায় 'দিলদরিয়া' মমতা ব্যানার্জী, SC/ST এবং গৃহহীণদের জন্য সুখবর

তিনি বলেন,''এখানে কিছু দালাল হয়েছে প্রেগন্যান্ট মেয়েদের থেকে টাকা তুলছে। আমি ঘাড় ধাক্কা দিয়ে বার করতে চাই।'' ডিজি-কে সিআইডি তদন্তের নির্দেশও দেন তত্ক্ষণাত্।