চেন্নাই (তামিলনাড়ু), ১২ অক্টোবর: চেন্নাইয়ের মামাল্লাপুরমে ফিশারম্যান কোভ রিসর্টে (Taj Fisherman's Cove Resort & Spa Chennai) চলছে ভারত (India) ও চিনের (China) প্রতিনিধি দলের বৈঠক। বৈঠকের নেতৃত্ব দিচ্ছেন দুই দেশের রাষ্ট্রপ্রধান। বৈঠকে চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই-ও রয়েছেন। ভারতের তরফে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ছাড়াও বিদেশমন্ত্রী এস জয়শংকর (S Jaishankar) ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল (Ajit Doval) রয়েছেন। বাণিজ্য, নিরাপত্তা, সন্ত্রাস দমনসহ একাধিক ইস্যু নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। আলোচনায় উঠতে পারে কাশ্মীর প্রসঙ্গও। এর আগে নরেন্দ্র মোদি ও শি জিনপিং বৈঠকে বসেন।
শনিবারের দুই দেশের প্রতিনিধি দলের বৈঠকে বিভিন্ন আঞ্চলিত ও আন্তর্জাতিক ইস্যু আলোচনা হবে। ভারতের বিদেশ সচিব বিজয় গোখলে জানিয়েছেন, দুই দেশেই আলোচনার পর আলাদা আলাদা করে বিবৃতি দেবে। শুক্রবার দুপুর ২.২০ নাগাদ চেন্নাই ( Chennai) বিমানবন্দরে নামেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। তাঁকে পুস্পস্তবক দিয়ে অভ্যর্থনা জানান তামিলনাড়ুর রাজ্যপাল বানওয়ারিলাল পুরোহিত, মুখ্যমন্ত্রী কে পালানিস্বামী, উপমুখ্যমন্ত্রী ও পন্নিরসেলভম। এরপর বিমানবন্দরেই 'অতুল্য ভারতের' নমুনা প্রদর্শন করা হয় জিনপিং-র সামনে। ভারতীয় বাজনা, নৃত্য, সংস্কৃতির ঝলকে রাজকীয় অভ্যর্থনা পেয়ে মুগ্ধ হয়ে বেশ কিছুক্ষণ দাঁড়িয়েও থাকেন জিনপিং। বিমানবন্দর থেকে হোটেল যাওয়ার রাস্তায় বাচ্চারা লাইন দিয়ে মোদি ও জিনপিং-র মুখোশ পরে ভারত ও চিনের পতাকা নাড়াতে থাকে। আরও পড়ুন: তামিল স্টাইলে ধুতি পরে শি জিনপিংকে মামাল্লাপুরম ঘুরিয়ে দেখালেন নরেন্দ্র মোদি
খোলামেলা পরিবেশে সংলাপই জিনপিং-র এই সফরের সারকথা। সেই কারণে এই আলোচনায় মূল বিষয় থাকছে দুই দেশের মানুষের মধ্যে সুস্থ সম্পর্ক গড়ে তোলা। এছাড়া থাকছে বাণিজ্য বৃদ্ধি ও ৩ হাজার ৫০০ কিলোমিটার সীমান্তে শান্তি ও সহাবস্থান বজায় রাখা। শনিবার দুপুরের বৈঠক শেষে নরেন্দ্র মোদির দেওয়া লাঞ্চে অংশ নেবে চিনের প্রতিনিধি দলটি। এরপর তারা রওনা দেবেন চেন্নাই বিমানবন্দরের উদ্দেশে। ভারত থেকে তারা যাবে নেপাল।