নয়া দিল্লি, ২৪ জুলাইঃ মঙ্গলবার পেশ হওয়া মোদী ৩.০ সরকারের ২০২৪-২৫ অর্থবর্ষের বাজেট ঘিরে পরের দিন বুধবার সংসদের ভিতরে এবং বাইরে উত্তাল কাণ্ড। এই বাজেটকে 'কুর্সি বাঁচাও বাজেট' বলে কটাক্ষ করে সংসদ ভবনের বাইরে বিক্ষোভ কর্মসূচি পালন করেন ইন্ডিয়া জোট শরিকদের সাংসদেরা। এদিকে সংসদে রাজ্যসভার অন্দরে বিহার এবং অন্ধ্রপ্রদেশ ছাড়া বাকি রাজ্যগুলোর থেকে কেন্দ্র মুখ ফিরিয়েছে বলে সরাসরি অর্থমন্ত্রীকেই নিশানা করলেন বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়্গে (Mallikarjun Kharge)। রাজ্যসভায় এদিন খাড়্গে অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে 'মাতাজি' বলে কটাক্ষ করেন। যার জবাব রাজ্যসভার স্পিকার জগদীপ ধনখড় বলেন, 'মা নয়, আপনার মেয়ের মত উনি (নির্মলা সীতারামন)'।
তৃতীয়বার মোদীর গদিতে বসার ক্ষেত্রে অন্ধ্রপ্রদেশে চন্দ্রবাবু নায়ডুর (Chandrababu Naidu) টিডিপি (TDP) এবং বিহারে নীতিশ কুমারের (Nitish Kumar) জেডিইউ (JDU) দলের বড় ভূমিকা রয়েছে। তাই কেন্দ্রীয় বাজেটে অন্ধ্র এবং বিহারের জন্যে বিপুল অঙ্কের টাকা বরাদ্দ করে বিরোধী রাজ্যগুলোকে বঞ্চিত করা হয়েছে বলে অভিযোগ তুলে সরব হয়েছে কংগ্রেস সহ ইন্ডিয়া জোট। এদিন রাজ্যসভায় বাজেট নিয়ে ক্ষোভ প্রকাশ করে খাড়্গে বললেন, তামিলনাড়ু, কেরল, কর্ণাটক, পাঞ্জাব, মহারাষ্ট্র, হরিয়ানা, ছত্তিশগড় এমনকি অর্থমন্ত্রীর নিজের রাজ্য কর্ণাটকের নাম বাজেটে উল্লেখ করেননি। কেবল কিছু মানুষকে সন্তুষ্ট করার জন্যে এই বাজেট। রাজ্যসভার বিরোধী দলনেতাকে থামিয়ে তাঁর করা অভিযোগের স্বপক্ষে অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে কথা বলার সুযোগ দেন রাজ্যসভার স্পিকার জগদীপ ধনখড়। আর তখনই কংগ্রেস সভাপতির কটাক্ষ, 'আমায় কথা শেষ করে নিতে দিন। মাতাজি কথা বলায় অভিজ্ঞ আমি জানি'।
দেখুন রাজ্যসভার অন্দরের ভিডিয়ো...
#WATCH | Before the Opposition walked out of Rajya Sabha over 'discriminatory' Budget, LoP Rajya Sabha Mallikarjun Kharge said, "...Yeh kursi bachane ke liye yeh sab hua hai...We will condemn it and protest against it. All INDIA alliance parties will protest...How will… pic.twitter.com/i00BsjXuhL
— ANI (@ANI) July 24, 2024
মল্লিকার্জুন খাড়্গের 'মাতাজি' মন্তব্যের জবাব দিলেন স্পিকার নিজে। বললেন, 'উনি আপনার মাতাজি নন, বরং মেয়ের বয়সি হবেন'।