Mallikarjun Kharge, Nirmala Sitharaman (Photo Credits: ANI)

নয়া দিল্লি, ২৪ জুলাইঃ মঙ্গলবার সংসদে মোদী ৩.০ সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman)। তবে বাজেট ঘিরে অসন্তোষ প্রকাশ করেছে বিরোধী দলগুলো। বাজেটে বৈষম্যের (Discriminatory Budget) অভিযোগ তুলে বুধবার সংসদ ভবনের বাইরে জড়ো হয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন ইন্ডিয়া জোট শরিকদের সাংসদেরা। এদিকে রাজ্যসভার অন্দরে বাজেট ঘিরে বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়্গের সঙ্গে বিতর্কে জড়ালেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman)।

বিরোধী দলনেতার অভিযোগ, 'বাজেটে কোন রাজ্যের কপালে কিছুই জোটেনি। সবার থালা খালি কেবল দুই রাজ্যের (অন্ধ্র এবং বিহার) থালায় খাবার রয়েছে। তামিলনাড়ু, কেরল, কর্ণাটক, পাঞ্জাব, মহারাষ্ট্র, হরিয়ানা, ছত্তিশগড় কোন রাজ্যকে কিছু দেওয়া হয়নি। এমন বাজেট আমি আগে কখনও দেখিনি'। কেন্দ্র সরকারের এই বাজেটকে 'কুর্সি বাঁচানোর বাজেট' বলে চিহ্নিত করলেন খাড়্গে (Mallikarjun Kharge)। নিজের পেশ করা বাজেট ঘিরে বিরোধীদের বৈষম্যের অভিযোগ একেবারেই অস্বীকার করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।

রাজ্যসভায় দাঁড়িয়ে নিজের স্বপক্ষে যুক্তি দিয়ে অর্থমন্ত্রী (Nirmala Sitharaman) বললেন, প্রতি বাজেটে দেশের প্রতিটি রাজ্যের নাম উল্লেখ করার সুযোগ থাকে না। তার মানে এটা কখনই নয় যে সেই সমস্ত রাজ্যগুলোকে কেন্দ্রীয় প্রকল্প কিংবা কেন্দ্রীয় সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হবে। নির্মলার কথায়, 'মোদী সরকারের মন্ত্রিসভায় মহারাষ্ট্রের জন্যে খুবই গুরুত্বপূর্ণ একটি বন্দর প্রকল্প পাস করেছে। অথচ গতকালের বাজেটে মহারাষ্ট্রের নাম দেওয়া হয়নি। তার মানে কি মহারাষ্ট্র বঞ্চিত হল'। কংগ্রেস সহ বিরোধীদের বাজেটে বৈষম্যেের অভিযোগ জনগণের মনে অসন্তোষের সঞ্চার করবে বলে দাবি করলেন নির্মলা।

দেখুন অর্থমন্ত্রীর যুক্তি... 

এই বাজেটের মধ্যে দিয়ে এনডিএ জোট শরিক দুই দল টিডিপি এবং জেডিইউ-কে 'ঘুষ দেওয়া হয়েছে' বলে অভিযোগ করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী (Rahul Gandhi) এই বাজেটকে 'কুর্সি বাঁচাও বাজেট' বলে কটাক্ষ করেছেন। চব্বিশের লোকসভায় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা মেলেনি বিজেপির ঝুলিতে। দিল্লির কুর্সিতে মোদীর তৃতীয়বার বসার জন্যে অন্ধ্রপ্রদেশে চন্দ্রবাবু নায়ডুর (Chandrababu Naidu) টিডিপি (TDP) এবং বিহারে নীতিশ কুমারের (Nitish Kumar) জেডিইউ (JDU) দলের বড় ভূমিকা রয়েছে। তাই কেন্দ্রীয় বাজেটে অন্ধ্র এবং বিহারের জন্যে বিপুল অঙ্কের টাকা বরাদ্দ করে এবং বিরোধী রাজ্যগুলোকে বঞ্চিত করা হয়েছে বলে অভিযোগ তুলে সরব হয়েছে ইন্ডিয়া জোট। বুধবার বাজেটে বৈষম্যের (Discriminatory Budget) প্রতিবাদ জানিয়ে সংসদের বাইরে বিক্ষোভ কর্মসূচি পালন করছে রাজ্যসভা এবং লোকসভার বিরোধী সাংসদেরা।