মুম্বই, ১২ নভেম্বর: মহারাষ্ট্রে (Maharashtra) চলমান রাজনৈতিক অচলাবস্থার মধ্যেই রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারি (Bhagat Singh Koshyari) রাজ্যে রাষ্ট্রপতির শাসনের (President's rule) সুপারিশ করেছেন। রাজভবনের তরফে জানানো হয়েছে, মহারাষ্ট্রের রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারি এটাতে সন্তুষ্ট হয়ছেন যে সংবিধান অনুযায়ী মহারাষ্ট্র সরকার গঠন হতে পারবে না। তাই সংবিধানের ৩৫৬ ধারার (রাষ্ট্রপতি শাসন) বিধান অনুযায়ী তিনি একটি রিপোর্ট পাঠিয়েছেন। এর আগে ডিডি নিউজ ( DD News) সূত্রকে উদ্ধৃত করে জানায় যে রাজ্যপাল কেন্দ্রীয় সরকারকে রাষ্ট্রপতির শাসন জারির সুপারিশ করে একটি নোট পাঠিয়েছেন। খবর অনুযায়ী, কেন্দ্রীয় মন্ত্রিসভা মহারাষ্ট্রে রাষ্ট্রপতি শাসন জারির জন্য রাজ্যপালের সুপারিশে অনুমোদন দিয়েছে। অন্যদিকে সরকার গঠনের জন্য রাজ্যপালের বিরুদ্ধে অতিরিক্ত সময় না দেওয়ার অভিযোগ তুলে সুপ্রিম কোর্টে গেল শিবসেনা । ফলে মহারাষ্ট্রে সরকার গঠন নিয়ে জট আরও দীর্ঘ হচ্ছে রাজ্যপাল সরকার গঠনের প্রক্রিয়া স্থগিত করছেন বলে খবর আসতেই শিবসেনা (Shiv Sena) সুপ্রিমো উদ্ধব ঠাকরে (Uddhav Thackeray) কংগ্রেস নেতা আহমেদ প্যাটেল (Ahmed Patel) এবং কপিল সিবাল (Kapil Sibal)-র সঙ্গে কথা বলেছেন।
মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনে সংখ্যা গরিষ্ঠতার বিচারে তৃতীয় স্থানে থাকা জাতীয়তাবাদি কংগ্রেস পার্টিকেই (NCP) পরবর্তী দায়ভার দিয়েছেন রাজ্যাপাল। এবার শরদ পাওয়ারের (Sharad Pawar) দল সরকার গড়তে পারে কি না সেটাই দেখার। সরকার গড়তে হলে মঙ্গলবার রাত ৮.৩০ মিনিট পর্যন্ত সময় রয়েছে এনসিপির কাছে। এদিকে শিবসেনা (Shiv Sena) সমর্থন করলেও এনসিপিকে সাথ দিতে হলে পরোক্ষে শিবসেনার সঙ্গে জোটে যেতে হবে। তাই একটা দোলাচালের মধ্যে রয়েছে কংগ্রেস। এদিকে নির্ধারিত সময়সীমার আগে সরকার গঠনের প্রক্রিয়া যদি রাজ্যপাল স্থগিত করে দেন তাহলে বিজেপি ছাড়া বাকি রাজনৈতিক দলগুলির কাছ তা ধাক্কা দিতে বাধ্য। আরও পড়ুন: Maharashtra Deadlock: কংগ্রেসের সমর্থন এখনও মেলেনি, মহারাষ্ট্রে সরকার গড়তে শিবসেনা-এনসিপির প্রচেষ্টা বিশবাঁও জলে
Raj Bhavan: Governor of Maharashtra Bhagat Singh Koshyari having been satisfied that as Govt of Maharashtra cannot be carried on in accordance with the Constitution, has today submitted a report as contemplated by the provisions of Article 356 of Constitution (President's Rule). pic.twitter.com/ThaRzbZT2N
— ANI (@ANI) November 12, 2019
এনসিসির মুখপাত্র নবাব মালিক জানান, নির্ধারিত সময়সীমার মধ্যে প্রয়োজনীয় সংখ্যা নিয়ে সরকার গঠনের দাবি তুলতে সফল হলে রাষ্ট্রপতি শাসন জারি করা যাবে না।বিধি কার্যকর করা যাবে না। আজ সরকার গঠন নিয়ে বৈঠকে বসে এনসিপি। সেখানে দলের ৫৪ জন বিধায়ক উপস্থিত ছিলেন। এই বিষয়ে নবাব মালিক বলেন, "রাজ্যপাল গতকাল আমাদের ডেকেছিল এবং আজ রাত সাড়ে ৮ টা পর্যন্ত সময় দিয়েছেন। সিনিয়র কংগ্রেস নেতা আহমেদ প্যাটেল, মল্লিকার্জুন খড়গে এবং কেসি ভেনুগোপাল মুম্বই আসছেন এবং বিকেল ৫ টায় তাঁরা শরদ পাওয়ারের সঙ্গে দেখা করবেন। তাঁদের আলোচনার পরে সিদ্ধান্ত নেওয়া হবে।" তিনি আরও বলেন, "আমরা বিশ্বাস করি যে তিন দলের (কংগ্রেস, এনসিপি, শিবসেনা) একত্রিত না হয়ে বিকল্প সরকার গঠন করা সম্ভব নয়। তিন দল একসঙ্গে না এলে মহারাষ্ট্রে স্থিতিশীল সরকার হতে পারে না।"