Yogi Adityanath (Photo Credit: ANI/X)

দিল্লি, ১৯ ফেব্রুয়ারি: মহাকুম্ভে (Maha Kumbh 2025) জনস্রোত। মহাকুম্ভে জনস্রোতের মাঝে একটি রিপোর্ট প্রকাশ্যে আসে। যেখানে দাবি করা হয়, 'ত্রিবেণী সঙ্গমের (Triveni Sangam) জলে ভাসছে ব্যাকটেরিয়া। মানুষ, পশুর, পাখির মলের ব্যকটেরিয়া ভেসে বেড়াচ্ছে ত্রিবেণীর জলে।' মহাকুম্ভের মাঝে এমন খবর প্রকাশ্যে আসতেই তা নিয়ে হু হু করে চাঞ্চল্য ছড়ায়। যা নিয়ে এবার মুখ খুললেন উত্তরপ্রদেশের (Uttar Pradesh) মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) । যোগী বলেন, মহাকুম্ভ, মা গঙ্গা, সনাতন ধর্মের বিরুদ্ধ মিথ্যে প্রচার করা হচ্ছে। কুৎসা করা হচ্ছে। ত্রিবেণী সঙ্গমের জল নিয়ে যখন উত্তরপ্রদেশ বিধানসভায় চর্চা চলছে, সেই সময় ৫৬ কোটি মানুষ পূণ্যস্নান করেছেন। যে ৫৬ কোটি মানুষ পূণ্যস্নান করেছেন, তাঁদের আবেগ, বিশ্বাস নিয়ে ছেলেখেলা করা হচ্ছে এই সমস্ত ভিত্তিহীন অভিযোগ করে। এভাবেই ওই রিপোর্টের বিরুদ্ধে তোপ দাগেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী।

মহাকুম্ভ কোনও রাজনৈতিক দলের সম্পত্তি নয়। সেই কারণে কাতারে কাতারে মানুষ হাজির হচ্ছেন প্রয়াগরাজে মহাকুম্ভে পূণ্যস্নান করতে। কোনও নির্দিষ্ট দল এই মহাকুম্ভের আয়োজন করেনি বলেও জানান যোগী।

গোটা দেশের মানুষের জন্য এই মহাকুম্ভের আয়োজন করা হয়েছে। উত্তরপ্রদেশ সরকার সৌভাগ্যবান বলেই দেশের মানুষের জন্য এই বিশালাকার মহাকুম্ভের আয়োজন করতে পেরেছে বলেও মুখ্যমন্ত্রী মন্তব্য করেন। গোটা দেশের বিভিন্ন প্রান্তের মানুষ যেমন মহাকুম্ভে হাজির হচ্ছেন, তেমনি বিদেশ থেকেও আসছেন অনেকে। ফলে এই মহাকুম্ভ চরম স্বার্থকতা পেয়েছে বলেও যোগী আদিত্যনাথকে মন্তব্য করতে শোনা যায়।

যোগীর কথায়, আর মাত্র ৭ দিন বাকি রয়েছে। ৭ দিন পর শেষ হবে মহাকুম্ভ। ফলে গত ২৯ জানুয়ারি দুর্ঘটনায় যে সমস্ত মানুষের মৃত্যু হয়েছে, তাঁদের প্রতি শোক প্রকাশও করেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। পাশাপাশি মহাকুম্ভের বিরুদ্ধে যে মিথ্যে ছড়ান হচ্ছে, তা মানুষের বিশ্বাস এবং আবেগকে আঘাত করছে বলেও মন্তব্য করেন যোগী আদিত্যনাথ।