ভোপাল, ২৫ মার্চ: করোনাভাইরাসের (Coronavirus Outbreak) জেরে এই প্রথম মৃত্যুর খবর মিলল মধ্যপ্রদেশে (Madhya Pradesh)। রিপোর্ট থেকে জানা যাচ্ছে, গত বুধবার গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ওই তরুণী। এখনও পর্যন্ত ওই রাজ্যে ১০ জনের শরীরে মিলেছে করোনাভাইরাসের নমুনা। এরমধ্য়েই ১ জনের মৃত্যুর খবর মিলেছে বুধবার।
দেশে করোনাভাইরাস আক্রান্তের সংখ্য়া একলাফে ৬০০ ছাড়িয়েছে। এখনও পর্যন্ত ১১ জনের মৃত্যুর খবর মিলেছে। এখনও পর্যন্ত দেশের মধ্য়ে মহারাষ্ট্রের পরিস্থিতি সবচেয়ে ভয়ঙ্কর। এই রাজ্যে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১১০। এই রাজ্য থেকেই ৩ জনের মৃত্যুর খবর মিলেছে। আরও পড়ুন: PM Narendra Modi On Medical Staff: চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা আমাদের কাছে ঈশ্বর: নরেন্দ্র মোদি
"করোনভাইরাসের (Coronavirus) প্রাদুর্ভাবের মধ্যে হাসপাতালে কাজ করা চিকিৎসক, নার্স ও অন্য চিকিৎসা কর্মীরা আমাদের জন্য ঈশ্বর।" বুধবার ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে বারাণসীর লোকজনকে একথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। সাধারণ মানুষকে ডাক্তার, নার্স এবং অন্যান্য স্বাস্থ্যকর্মীদের সম্মান ও শ্রদ্ধা করতে বলেন তিনি।