Loksabha Election 2024:  ‘চোখের জল ফেলতে হবে’, মোদীকে কটাক্ষ রাহুল গান্ধীর
Rahul Gandhi (Photo Credit: Twitter)

দিল্লি, ২৬ এপ্রিল: নরেন্দ্র মোদী (Narendra Modi) সাধারণ মানুষের চোখ বিভিন্ন বিষয় থেকে সরাতে উত্তরাধিকার কর এবং সম্পদের পুনর্বণ্টনের মতো ইস্যু তুলে ধরেছেন। মানুষের মনোযোগ সরাতেই প্রধানমন্ত্রী মোদী এই ধরনের ইস্যু তুলে ধরছেন। যার জন্য তাঁকে চোখের জল ফেলতে হবে। এমনই মন্তব্য করলেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। প্রসঙ্গত উত্তরাধিকার কর নিয়ে রাহুল গান্ধীকে কটাক্ষ করেন নরেন্দ্র মোদী। যা নিয়ে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। প্রধানমন্ত্রীর ভাষণ শুনলে বুঝতে পারবেন, তিনি  ভয় পেয়েছেন। এর জন্য মোদীকে চোখের জল ফেলতে হবে বলেও কটাক্ষ করেন রাহুল গান্ধী।

জনসাধারণের নজর ঘোরাতে প্রধানমন্ত্রী মোদী বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছেন বলেও কটাক্ষ করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।

আরও পড়ুন: Loksabha Election 2024: 'তিনি যদি বাংলায় জন্ম নিতেন...', মালদা থেকে কী বললেন নরেন্দ্র মোদী

প্রসঙ্গত এবার ওয়েনাড় থেকে কংগ্রেসের প্রার্থী হন রাহুল গান্ধী। লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফায় আজ ওয়েনাড়ে হল রাহুল গান্ধীর ভাগ্য নির্ধারণ।