Narendra Modi (Photo Credit: ANI/Twitter)

মালদা, ২৬ এপ্রিল: শুক্রবার মালদায় নির্বাচনী জনসভায় হাজির হয়ে ফের জোর কদমে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মালদার জনসভা থেকে মোদী বলেন, প্রায় শেষ বয়সে এসে তাঁর মনে হচ্ছে তিনি যদি বাংলায় জন্ম নিতেন। পাশাপাশি এরপরেরবার তিনি বাংলায় জন্ম নিতে চান বলেও আশা প্রকাশ করেন মোদী । বাংলার মানুষ যেভাবে তাঁকে ভালবাসা দিচ্ছেন,তা তিনি তাঁদের ফিরিয়ে দিতে চান। উন্নয়নের মাধ্যমেই বাংলার মানুষকে তিনি ভালবাসা ফেরৎ দিতে চান বলে জানান মোদী।

আরও পড়ুন: Loksabha Election 2024: 'বাংলাদেশ থেকে আসা অবৈধ অনুপ্রবেশকারীদের আপনার জমি দিয়ে বসিয়েছে তৃণমূল', আক্রমণ মোদীর

বাংলায় যে ২৬ হাজার মানুষের চাকরি বাতিল হয়েছে,তার জন্যও তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তোপ দাগেন মোদী। বলেন, যেভাবে চাকরি গিয়ে মানুষ বেকার হয়ে পড়েছেন,তা আরও একটি দুর্নীতির সমান। তৃণমূল কংগ্রেসের দুর্নীতির ফল বাংলার সাধারণমানুষ ভুগছেন। তৃণমূল বাংলার যুব সম্প্রদায়ের জীবন নিয়ে খেলছে বলেও তোপ দাগেন নরেন্দ্র মোদী।