দিল্লি, ২৫ জুন: লোকসভা নির্বাচনের (Loksabha Election) পর ২৪ জুন সাংসদ সাংসদ পদে শপথ নেন নরেন্দ্র মোদী (Narendra Modi) থেকে কঙ্গনা রানাউতরা। অধিবেশন শুরুর পরদিনই এবার স্পিকার পদ নিয়ে সরকার, বিরোধীদের মধ্যে শুরু হয়েছে টানাপোড়েন। লোকসভা স্পিকার পদে এবার এনডিএ জোটের প্রার্থী ওম বিড়লা। ওম বিড়লাকে সমর্থন করুন বিরোধীরা। এমন দাবি নিয়ে রাজনাথ সিং কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে ফোন করেন বলে দাবি রাহুল গান্ধীর (Rahul Gandhi)। কংগ্রেস সাংসদ বলেন, ২৪ জুন রাজনাথ সিং কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে ফোন করেন।
শুনুন কী বললেন রাহুল গান্ধী...
#WATCH | "We have said to Rajnath Singh that we will support their Speaker (candidate) but the convention is that the post of Deputy Speaker to be given to opposition...," says Congress MP Rahul Gandhi pic.twitter.com/CaeRn8ztAR
— ANI (@ANI) June 25, 2024
ফোনে রাজনাথ সিং কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে জানান, ইন্ডিয়া জোট যাতে ওম বিড়লাকে সমর্থন করেন, সে বিষয়ে। রাজনাথ সিংয়ের প্রস্তাবে সম্মতি জানান মল্লিকার্জুন খাড়গে। তবে সেই সঙ্গ একটি শর্তও আরোপ করেন খাড়গে। তিনি বলেন, ওম বিড়লাকে স্পিকার পদে তাঁরা সমর্থন করবেন। তবে ডেপুটি স্পিকার পদে রাখতে হবে বিরোধী দলের কাউকে। যা শুনে রাজনাথ সিং কংগ্রেস সভাপতিকে পালটা ফোন করবেন বলে জানান। দাবি রাহুল গান্ধীর।
তবে রাজনাথ সিং এবং মল্লিকার্জুন খাড়গের ওই কথোপকথনের পর সময় গড়ালেও পালটা ফোন করেননি মোদী মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য। ফলে এভাবে তাঁদের দলের নেতাকে 'অপমান' করা হচ্ছে বলে অভিযোগ করেন রাহুল গান্ধী।
পাশাপাশি রাহুল গান্ধী আরও বলেন, লোকসভার অধিবেশন যাতে চলতে দেওয়া হয় এবং কাজের জন্য গুরুত্বপূর্ণ কথোপকথন হয় বলে বিরোধীদের আহ্বান করেন মোদীজি কিন্তু আদতে তা হচ্ছে না বলেও প্রধানমন্ত্রীকে পালটা একহাত নেন রাহুল গান্ধী।