Nalini Sriharan: রাজীব গান্ধী হত্যায় সাজাপ্রাপ্ত আসামী নলিনী শ্রীহরণের আত্মহননের চেষ্টা, ভেলোর জেলে চাঞ্চল্য
নলিনী শ্রীহরণ (Photo Credits: IANS)

ভেলোর, ২১ জুলাই: সোমবার রাতে জেলের মধ্যে আত্মহননের চেষ্টা করল প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী হত্যায় দণ্ডপ্রাপ্ত আসামী নলিনী শ্রীহরণ (Nalini Sriharan)। এই মুহূর্তে নলিনী শ্রীহরণ ভেলোরে মহিলাদের জন্য বিশেষ জেলে যাবজ্জীবন সাজা খাটছে। ইতিমধ্যেই ২৯টা বছর সেই জেল কুঠুরিতে কাটিয়ে দিয়েছে সে। নলিনী শ্রীহরণ যে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেছে তা পাশের কুঠুরির বন্দিই প্রথম বুঝতে পারে। সেই জেল কর্তৃপক্ষকে বিষয়টি জানায়। এরপরেই জেল কর্তৃপক্ষ বিষয়টি জানতে এলে আত্মহননের হুমকি দেয় নলিনী শ্রীহরণ। পরে সংবাদমাধ্যমের কাছে বিষয়টি জানালেও জেল কর্তৃপক্ষের দাবি, সমস্যা আপাতত মিটেছে। পরে শ্রীহরণের আইনজীবী পি পুগাঝেন্ডি জানান, তাঁর মক্কেল গলায় কাপড় পেঁচিয়ে আত্মহননের চেষ্টা করেছে। আরও পড়ুন-Privatisation Of Banks: কয়লা, রেলের পর এবার রাষ্ট্রায়ত্ত ব্যাংক বিক্রি করছে কেন্দ্র?

ওই আইনজীবীর দাবি, পাশের কুঠুরির দণ্ডপ্রাপ্ত আসামীকে নিয়ে সমস্যার জেরে জেলরের সামনেই আত্মহননের চেষ্টা করেছে নলিনী শ্রীহরণ। তথ্য বলছে, নলিনী শ্রীহরণ ভারতের একমাত্র মহিলা যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামী যে ১৯৯১ সাল থেকে জেলবন্দি রয়েছে। নলিনী ছাড়াও রাজীব গান্ধী হত্যার ষড়যন্ত্রে জড়িত অপরাধী তার স্বামী-সহ ৬ জন এখন কারাগারে সাজা খাটছে। স্পেশ্যাল টাডা আদালতের রায়ে তাদের শাস্তি নির্ধারণ হয়েছে। চেন্নাইয়ের শ্রীপেরুবুদুর এলাকায় রাজনৈতিক প্রচারে এসে মানব বোমায় নিহত হন প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী।