দাদাসাহেব ফালকে পুরস্কারপ্রাপ্ত এবং প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা কাসিনাধুনি বিশ্বনাথ হায়দ্রাবাদের একটি বেসরকারি হাসপাতালে গতকাল (২.২.২০২৩)রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।মৃত্যুকালে তার বয়স ছিল ৯২ বছর। বিশ্বনাথ বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন এবং বয়সজনিত সমস্যায় ভুগছিলেন বলে পরিবারসূত্রে জানা গেছে বৃহস্পতিবার ভোর রাত দেড়টার দিকে হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
চলচ্চিত্র মহলে বিশ্বনাথ 'কলতাপস্বী' নামে পরিচিত ছিলেন। ১৯৩০ সালের ফেব্রুয়ারি মাসে অন্ধ্র প্রদেশে জন্মগ্রহণ করেন বিশ্বনাথ, । শুধু তেলেগু সিনেমাতেই নয়, তামিল এবং হিন্দি ছবিতেও তিনি একজন বিশিষ্ট নাম, তিনি ভারতীয় সিনেমার সর্বোচ্চ স্বীকৃতি দাদাসাহেব ফালকে পুরস্কারের ৪৮তম প্রাপক হয়েছিলেন। ২০১৬ সালের তিনি এই পুরস্কারে ভূষিত হন।
বিশ্বনাথ একজন শব্দগ্রহণ শিল্পী হিসাবে তার যাত্রা শুরু করলেও তিনি আবার "শঙ্করাভরণম", "সাগর সঙ্গম", "স্বাতী মুত্যম", "সপ্তপদী", "কামচোর", "সংজোগ" এবং "জাগ উঠা ইনসান" এর মতো পুরস্কার বিজয়ী চলচ্চিত্রও পরিচালনা করেছিলেন। তার দীর্ঘ কর্মজীবনে ক্যামেরার সামনেও তিনি সমানভাবে সফল ছিলেন।
फिल्म निर्देशक कलातपस्वी के. विश्वनाथ का कल रात 92 वर्ष की आयु में निधन हो गया। हैदराबाद के एक निजी अस्पताल में उनका इलाज चल रहा था। pic.twitter.com/uAMZFnRwiS
— ANI_HindiNews (@AHindinews) February 3, 2023