Akhilesh Yadav (Photo Credit: Twitter/ANI)

দিল্লি, ৪ অক্টোবর: লাখিমপুর খেরির (Lakhimpur Kheri Violence)  ঘটনায় ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে উত্তরপ্রদেশ৷ রবিবার লাখিরমপুর খেরির ঘটনায় যে ৮ জনের মৃত্য়ুর খবর পাওয়া যায়, তার বিরুদ্ধে সোমবার প্রতিবাদে বসেন সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব৷ এমনকী, রবিবারের ঘটনার প্রতিবাদে লাখিমপুর খেরিতে অখিলেশ যাবেন বলেও স্থির করেন৷ এরপরই তাঁকে আটকায় উত্তরপ্রদেশ পলিশ৷

উত্তপ্ত লাখিমপুর খেরিতে কোনওভাবেই অখিলেশ যাদব (Akhilesh Yadav) যেতে পারবেন না বলে জানায় যোগী রাজ্যের পুলিশ (UP Police) ৷ এরপরই অখিলেশ যাদবের বাসভবনের বাইরে থেকে গ্রেফতার করা হয় তাঁকে৷ যা নিয়ে ফের আরও একদফা উত্তেজনা শুরু হয়ে যায়৷ অখিলেশের বাড়ির বাইরে বিক্ষোভ শুরু করেন সমাজবাদী পার্টির ( Samajwadi Party) নেতা, কর্মীরা৷

দেখুন...

লাখিমপুর খেরির ঘটনার পর সেখানে যেতে গেলে গ্রেফতার করা হয় প্রিয়াঙ্কা গান্ধী (Priyanka Gandhi) বঢরাকেও৷ লাখিমপুর খেরিতে যাওয়ার পথে হরগাঁওয়ের কাছে গ্রেফতার করা হয় কংগ্রেস নেত্রীকে৷ প্রিয়াঙ্কার গ্রেফতারির পর ছড়িয়ে পড়ে চূড়ান্ত উত্তেজনা৷ প্রিয়াঙ্কা গান্ধী এবং অখিলেশ যাদবের গ্রেফতারির পর গোটা দেশ জুড়ে বিষয়টি নিয়ে চর্চা শুরু হতেই ট্যুইট করেন এনসিপি সাংসদ সুপ্রিয়া সুলে৷ তিনি বলেন, প্রিয়াঙ্কা গান্ধী, অখিলেশ যাদব সহ বিরোধী নেতৃত্বকে যেভাবে আটক করা হচ্ছে, তা নিন্দনীয়৷ কংগ্রেস নেতা কপিল সিব্বলও কড়া নিন্দা করেন লাখিমপুর খেরির ঘটনায়৷

আরও পড়ুন: Aryan Khan Drug Case: মাদক নিয়ে গ্রেফতার শাহরুখ পুত্র, কঠিন সময়ে কিং খানের পাশে পূজা ভাট

এদিকে রবিবার লাখিমপুর খেরির ঘটনার প্রতিবাদে সোমবার আম্বালায় প্রতিবাদ শুরু করেন কৃষকরা৷ উত্তরপ্রদেশে যেভাবে কৃষকদের মৃত্যু হয়, তার প্রতিবাদেই একত্রিত হয়ে আম্বালায় প্রতিবাদে নামেন কৃষকরা৷ প্রসঙ্গত লাখিমপুর খেরির ঘটনায় ইতিমধ্যেই কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রর ছেলের বিরুদ্ধে দায়ের করা হয়েছে এফআইআর৷