মুম্বই, ৪ অক্টোবর: প্রমোদতরীতে পার্টি করতে গিয়ে সেখান থেকে গ্রেফতার শাহরুখ খান পুত্র আরিয়ান খান (Aryan Khan)৷ রবিবার রাতে গ্রেফতার করা হয় শাহরুখ-পুত্রকে৷ আরিয়ানের গ্রেফতারির পর প্রায় গোটা দেশ জুড়ে আলোচনা শুরু হয়ে যায়৷ ছেলেকে কেন্দ্র করে শাহরুখের দিকেও ধেয়ে আসতে শুরু করেছে একের পর এক কটাক্ষ৷ এসবের মধ্যে সলমন খানকে (Salman Khan) যেমন দেখা যায় শাহরুখের পাশে দাঁড়াতে, তেমনি এবার পূজা ভাটও এগিয়ে এলেন৷
নিজের সোশ্যাল হ্যান্ডেলে একটি ট্যুইট করেন পূজা ভাট৷ যেখানে তিনি এই কঠিন সময়ে শাহরুখের ( Shah Rukh Khan) পাশে দাঁড়ানোর বার্তা দেন৷ পূজা বলেন, এই কঠিন সময়ে তিনি শাহরুখের পাশে রয়েছেন৷ এমন নয় যে শাহরুখ তাঁর সাহায্য চান৷ তবে এই কঠিন সময় যাতে শিগগিরই পেরিয়ে যায়, সে বিষয়ে প্রার্থনা করেন পূজা ভাট৷
দেখুন পূজা (Pooja Bhatt ) কী লিখলেন...
I stand in solidarity with you @iamsrk Not that you need it. But I do. This too, shall pass.
— Pooja Bhatt (@PoojaB1972) October 3, 2021
রবিবার রাতে প্রমোদতরী রেভ পার্টি থেকে গ্রেফতার করা হয় আরিয়ান খানকে৷ তিনি মাদক নিয়েছেন, এনসিবির হাতে গ্রেফতারির পর জানিয়ে দেন শাহরুখ পুত্র৷ যে ছবি এবং খবর প্রাকশ্যে আসতেই তা নিয়ে জোর শোরগোল শুরু হয়ে যায়৷
আরও পড়ুন: Mouni Roy: বিদেশে বিয়ে, কোচবিহারে রিসেপশন মৌনী রায়ের, বলছে সূত্র
প্রসঙ্গত সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) মৃত্যুর পর যে মাদক মামলা শুরু হয়, সেখানে সমীর ওয়াংখেড়ে নামে যে তাবড় অফিসারকে দেখা যায় তদন্তের প্রথম সারিতে, এবারও তিনিই 'নায়ক'৷ রেভ পার্টিতে মাদকাসক্ত (Drug) কারা, তা ধরতে যাত্রীর ছদ্মবেশে প্রমোদতরীতে ওঠেন সমীর ওয়াংখেড়ে৷ এনসিবির (NCB) ওই দাপুটে অফিসারের হাতে ধরা পড়েন আরিয়ান খান সহ আরও কয়েকজন৷