মুম্বই, ১ অক্টোবর: বিয়ে করছেন মৌনী রায় (Mouni Roy)? এমনই একটি রিপোর্ট শোরগোল শুরু হয়েছে৷ মৌনীর তুতো ভাই বিদ্যুৎ রায়সরকার সম্প্রতি স্থানীয় এক সাংবাদমাধ্যমের কাছে এ বিষয়ে মুখ খোলেন৷
বিদ্যুৎ রায়সরকার জানান, ২০২২ সালের জানুয়ারি মাসে মৌনী এবং তাঁর দীর্ঘদিনের বন্ধু সূরজ নাম্বিয়ার (Suraj Nambiar) গাঁটছড়া বাঁধতে পারেন৷ দুবাই (Dubai) অথবা ইতালিতে (Italy) বসবে বিয়ের আসর৷ বিয়ে বিদেশে হলেও, বাঙালি কন্যার রিসেপশন হবে কোচবিহারে৷ যদিও মৌনী রায় এ বিষয়ে কোনও মন্তব্য করেননি৷
আরও পড়ুন: COVID 19: 'টিট ফর ট্যাট'? ব্রিটেন থেকে ভারতে এলেই ১০ দিনের কোয়ারেন্টিন বাধ্যতামূলক: সূত্র
প্রসঙ্গত গত বছর লকডাউনের (Lockdown)আগে দুবাইতে দিদির বাড়িতে যান মৌনী রায়৷ সেই সময় লকডাউন শুরু হওয়ায়, বেশ কয়েক মাস দুবাইতেই ছিলেন মৌনী৷ দুবাইতে থাককালীন প্রায়শই মৌনীর সঙ্গে সূরজকে দেখা যায়৷ দুজনকে একসঙ্গে জন্মদিনের পার্টি করতেও দেখা যায়৷ তবে মৌনী কখনওই এ বিষয়ে কোনও মন্তব্য করেননি৷