British Airways (Photo Credit: Twitter)

সিডনি, ১ অক্টোবর: ব্রিটিশ নাগরিকদের (UK Visitors) ভারতে আসার ক্ষেত্রে নয়া নিয়ম বেঁধে দিচ্ছে কেন্দ্র৷ ব্রিটেনের কোনও নাগরিক ভারতে India) এলে তাঁর করোনার (COVID 19) আরটিপিসিআর টেস্ট বাধ্যতামূলক৷ আরটিপিসিআরের পাশাপাশি ব্রিটেন থেকে আসা নাগরিকদের ১০ দিন বিচ্ছিন্নবাসে থাকতে হবে বলে জানানো হয়েছে৷

রিপোর্টে প্রকাশ, ভারতে আসার ৭২ ঘণ্টা আগে আরটিপিসিআর টেস্ট করাতে হবে ব্রিটেন থেকে আসা নাগরিকদের৷ আরটিপিসিআরের তিন ধাপ পেরোলে তবেই ভারতের বিমানে উঠতে পারবেন ব্রিটিশ নাগরিকরা৷ পাশাপাশি ভারতে আসার পর ১০ দিন বাধ্যতামূলকভাবে কোয়ারেন্টিনে থাকতে হবে বলে খবর৷ টিকাকরণ সম্পূর্ণ হলেও এক্ষেত্রে কোনও ছাড় নেই৷ টিকাকরণের (Vaccination) পর ব্রিটেন (UK) থেকে ভারতে এলে তিনধাপ আরটিপিসিআর টেস্ট এবং কোয়ারেন্টিন বাধ্যতামূলক বলে জানা যাচ্ছে৷ ৪ অক্টোবর থেকে এই নিয়ম বাধ্যতামূলক করা হচ্ছে বলে খবর৷

আরও পড়ুন:  Afghanistan: আফগানিস্তানের পরিস্থিতির দিকে নজর রাখা 'অত্যন্ত জরুরি', জানাল ভারত

ব্রিটেনের 'কলোনিয়ালিস্ট' মানসিকতার বিরোধিতা করেই ভারতের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে খবর৷

অন্য দেশ থেকে ব্রিটেনে পা রাখলে যেমন তাঁদের জন্য কোয়ারেন্টিন বাধ্যতামূলক করা হয়, সেই নিয়ম ভারতের জন্য বহাল রাখে ব্রিটিশ সরকার৷ ব্রিটেনের ওই নিয়মের বিরোধিতা করেই এবার কড়া পদক্ষেপ কেন্দ্রের৷