Afghanistan: আফগানিস্তানের পরিস্থিতির দিকে নজর রাখা 'অত্যন্ত জরুরি', জানাল ভারত
S Jaishankar (Photo Credit: S Jaishankar/Twitter)

দিল্লি, ১ অক্টোবর: আফগানিস্তানের (Afghanistan) পরিস্থিতি ক্রমশ পালটে যাচ্ছে৷ আফগানিস্তানের পরিস্থিতি যেভাবে ক্রমাগত পালটাতে শুরু করেছে, সেদিকে নজর রাখছে ভারত (India)৷ আফগানিস্তানের মাটিকে যাতে কোনওভাবে সন্ত্রাসবাদের কাজে ব্যবহার করা হয়, সে বিষয়ে প্রত্যেক সতর্ক থাকতে হবে৷ এবার ফের আফগানিস্তান এবং তালিবান সরকার নিয়ে ভারত যে সদা সতর্ক, সে বিষয়ে জানালেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (S Jaishankar)৷

ইউএস ইন্ডিয়া স্ট্র্যাটেজিক পার্টনারশিপ ফোরামের একটি অনুষ্ঠানে হাজির হন জয়শঙ্কর৷ ওই অনুষ্ঠানে হাজির হয়ে বিদেশমন্ত্রী বলেন, আফগানিস্তানে তালিবান (Taliban) সরকারকে স্বীকৃতি দেওয়ার কোনও তাড়াহুড়ো ভারতের নেই৷  আফগানিস্তানে তালিবান কীভাবে সরকার চালাচ্ছে, সে সব দিক খতিয়ে দেখে তবেই স্বীকৃতি দেওয়ার বিষয়ে ভাবনা চিন্তা করা হবে৷ এক্ষেত্রে ভারতের কোনও তাড়াহুড়ো নেই বলেও জানান বিদেশমন্ত্রী৷

আরও পড়ুন:  Mamata Banerjee: না জানিয়ে জল ছাড়ছে ডিভিসি, 'ম্যান মেড বন্যা' বলে তোপ মমতা বন্দ্যোপাধ্যায়ের

পাশাপাশি জয়শঙ্কর আরও বলেন,  দোহা শান্তি চুক্তির সময় তালিবানের তরফে কী কথা দেওয়া হয়, সেই সব দিকের খেয়ার রাখতে হবে৷ দোহা শান্তি চুক্তিতে কী হয়, সে বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্র সবকিছু জানে৷  তাই আফগানিস্তানে সরকার গঠনের পর দোহা শান্তি চুক্তি মেনে চলছে কি না তালিবান, সেসব দিক খতিয়ে দেখতে হবে বলে জানান ভারতের  বিদেশমন্ত্রী জয়শঙ্কর৷ আমেরিকার অ্যাম্বাসাডার ফ্র্যাঙ্ক উইসনার বলেন, আমেরিকা, জাপান , অস্ট্রেলিয়া, ভারত যে দল তৈরি করে কোনও দেশের বিরুদ্ধেচারণ করছে, এমন নয়৷ তালিবান সরকার কীভাবে কী করছে, সে দেশের মানুষ কেমন আছেন৷ সন্ত্রাসবাদীদের দিক থেকে মুখ ঘোরাচ্ছে কি না, সেই সব শুধু খতিয়ে দেখতে হবে বলে জানানো হয়৷

পাশাপাশি আফগানিস্তানের মাটিকে যাতে কোনওভাবে জঙ্গিরা ব্যবহার করতে না পারে, সে বিষয়ে নজর রাখাই ভারত এবং আমেরিকার মূল লক্ষ্য বলেও জানানো হয় দু দেশের তরফে৷