Mamata Banerjee (Photo Credit: Twitter/ANI)

কলকাতা, ১ অক্টোবর: বিহার (Bihar), ঝাড়খন্ডে বন্যা হলে, তার প্রভাব পশ্চিমবঙ্গেও পড়ে৷ ডিভিসি, তেনুঘাট, পাঞ্চেৎ-এর মতো একাধিক বাঁধ দীর্ঘদিন ধরে ড্রেজিং করা হয়নি৷ ফলে ওই বাঁধগুলি থেকে জল ছাড়লে, দক্ষিণবঙ্গে বন্যা পরিস্থিতি তৈরি হয় বলে অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)৷

একটানা বৃষ্টি (Rain) এবং বিভিন্ন বাঁধ থেকে জল ছাড়ার জেরে দক্ষিণবঙ্গের একাধিক  জেলায় বন্যা  পরিস্থিতি তৈরি হয়েছে৷ যার জেরে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী৷ ডিভিসি (DVC), পাঞ্চেত, তেনুঘাটের মতো বাঁধগুলি থেকে না জানিয়ে জল ছাড়া হয়েছে৷ না জানিয়ে জল ছাড়া 'অপরাধ' বলেও অভিযোগ করেন মুখ্যমন্ত্রী৷ গভীর রাতে এভাবে না জানিয়ে জল ছাড়া হলে, কীভাবে পরিস্থিতি সামাল দেবেন বলে প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী৷ এভাবে না জানিয়ে জল ছাড়াকে 'ম্যান মেড বন্যা' বলেও আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়৷

আরও পড়ুন: IAF officer Rape: ধর্ষণ প্রমাণে বায়ু সেনার মহিলা অফিসারের 'টু ফিঙ্গার টেস্ট', সরব জাতীয় মহিলা কমিশন

দক্ষিণবঙ্গের (South Bnegal)বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে যাবেন মুখ্যমন্ত্রী৷ শনিবার পুরুলিয়া, বাঁকুড়া,হাওড়া, হুগলির একাধিক জায়গার বন্যা (Flood) পরিস্থিতি (West bengal CM) মুখ্যমন্ত্রী খতিয়ে দেখবেন বলে জানা যাচ্ছে৷