Narendra Modi Reacts On Kuwait Fire (Photo Credit: Twitter)

দিল্লি, ১২ জুন: কুয়েতে (Kuwait) ভয়াবহ অগ্নিকাণ্ড। কুয়েতে অগ্নিকাণ্ডের জেরে ৪০ জন ভারতীয়র ঝলসে মৃত্যু হয় বলে জানা যায়। সেই সঙ্গে আরও অনেকে গুরুতর আহত বলে খবর। কুয়েতে যখন ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে পরপর ৪০ জন ভারতীয়র মৃত্যু হয়, সেই ঘটনায় গভীর শোক প্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) এবং বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। প্রধানমন্ত্রী বলেন, কুয়েতে যে ভারতীয় দূতাবাস রয়েছে, সেখানকার কর্মীরা গোটা পরিস্থিতির উপর নজর রাখছেন।  প্রশাসনের সঙ্গে একযোগে ভারতীয় দূতাবাস কাজ করছে বলেও জানান মোদী। সেই সঙ্গে দুর্ঘটনায় আহতরা যাতে শিগগিরই সুস্থ হয়ে ওঠেন, সে বিষয়েও প্রার্থনা করেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন: Kuwait Fire: কুয়েতের বহুতলে বিধ্বংসী আগুন, অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু ৫ ভারতীয় সহ ৪১জনের

শোক প্রকাশ প্রধানমন্ত্রীর...

দেখুন সেই ভয়াবহ দৃশ্য...

 

বিদেশমন্ত্রী এস জয়শঙ্করও গোটা বিষয়টি আকষ্মিক বলে মন্তব্য করেন। সেই সঙ্গে ভারতীয় রাষ্ট্রদূতও দুর্ঘটনাস্থলে গিয়ে বিষয়টি খতিয়ে দেখছেন বলে বিদেশমন্ত্রীর তরফে জানানো হয়। কুয়েতের ভারতীয় রাষ্ট্রদূত দুর্ঘটনাস্থল পরিদর্শন করে ফিরলে, তাঁর কাছ থেকে রিপোর্ট সংগ্রহ করা হবে বলেও জানান ভারতের বিদেশমন্ত্রী।