কুয়েতের বহুতলে বিধ্বংসী আগুন (ছবি:X)

নয়াদিল্লিঃ কুয়েতের (Kuwait) বহুতলে বিধ্বংসী আগুন। অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু ৫ ভারতীয় (Indian)  সহ  ৪১ জনের। আহত কমপক্ষে ৫০। ঘটনাটি ঘটেছে দক্ষিণ কুয়েতের (South Kuwait) মাঙ্গাফ শহরের একটি বহুতলে। বুধবার, ভোরের দিকে এই ঘটনাটি ঘটে। সঙ্গে-সঙ্গে ছড়িয়ে পড়ে আগুন। স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ওই বহুতলে বাস করতেন কেরলের কিছু মানুষ। জানা যাচ্ছে,পাঁচ ভারতীয়র মধ্যে চারজন কেরলের বাসিন্দা। বাকি একজন তামিলনাড়ুর। যদিও সরকারিভাবে এখনও কিছু জানানো হয়নি। সূত্রের খবর, দমকলের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধারের কাজ চলছে। ঘটনায় শোক প্রকাশ করেছেন কেন্দ্রীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। নিজের X হ্যান্ডেলে তিনি লেখেন, "এই ঘটনায় তীব্র শোক প্রকাশ করছি। ওই দেশের ভারতীয় রাষ্ট্রদূত ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছেন।" ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছেন কুয়েতের উপ-প্রধানমন্ত্রী শেখ ফাহাদ ইউসুফ সৌদ আল-সাবাহ। এই ঘটনায় রিয়েল এস্টেট মালিকদের লোভকেই দায়ী করছেন। কুয়েতের স্বাস্থ্য মন্ত্রক তরফে জানানো হয়েছে, আগুনে পুড়ে যাওয়া প্রায় ৪৩ জনকে প্রয়োজনীয় চিকিৎসার জন্য নিকটবর্তী কয়েকটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দেখুন ঘটনাস্থলের ভিডিয়ো