নতুন দিল্লি, ৮ জুন: ভারত সরকারের এক উচ্চপদস্থ কর্তা এবার কোভিড-১৯ পজিটিভ। রবিবার দিন করোনা টেস্টের রিপোর্ট আসতেই বিষয়টি স্পষ্ট হয়ে যায়। আক্রান্ত আধিকারিকের নাম কেএস ধাতওয়ালিয়া। তিনি পিআইবি-র (PIB) প্রিন্সিপাল ডিরেক্টর জেনারেল। শরীরে করোনার জীবাণু মিলতেই তাঁকে দিল্লির এইমসে ভর্তি করা হয়েছে। ধানওয়ালিয়ার শরীরে মারণ ভাইরাসের জীবাণু মিলেছে। এই প্রথম ভারত সরকারের এক উচ্চপদস্থ আধিকারিক আক্রান্ত হলেন। গত সপ্তাহের শুরুর দিক থেকেই তিনি বিভিন্ন সরকারি ক্রিয়াকর্মে যুক্ত ছিলেন। মন্ত্রিসভার এক গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত থেকে কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে জরুরি আলোচনা সেরেছেন তিনি। সাংবাদিক সম্মেলন চলাকালীন পিআইবি ডিরেক্টর জেনারেল ধাতওয়ালা বেশকিছু নেতামন্ত্রীর সঙ্গেই মঞ্চ শেয়ার করেছেন।
এই তালিকায় ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী নরেন্দ্র সিং তোমর ও প্রকাশ জাভড়েকর। এই তিনজনই এক সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রিসভার সিদ্ধান্ত সাংবাদিক সম্মেলনে আলোচনা করেন। ভারত সরকারের উচ্চ পর্যায়ের আমলাদের মধ্যে এই ধাতওয়ালিয়া হলেন প্রথম ব্যক্তি যিনি কোভিড-১৯ পজিটিভ। এদিকে উত্তরাখণ্ড ও মহারাষ্ট্রে সরকারের কর্তা ব্যক্তিদের অনেকের শরীরেই মিলেছে মারণ ভাইরাসের জীবাণু। উত্তরাখণ্ডের পর্যটন মন্ত্রী সতপাল মহারাজ ও তাঁর সাংসদ স্ত্রীও কোভিড-১৯ পজিটিভ। আরও পড়ুন-Telangana Shocker: চাকরি পেতে বাবাকে খুন করল যুবক, সাহায্য করল ভাই ও মা
Principal Director General of Press Information Bureau, K S Dhatwalia tests positive for COVID-19, admitted to AIIMS: Sources
— Press Trust of India (@PTI_News) June 7, 2020
গত মাসেই মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক চহ্বানের শরীরে মেলে করোনাভাইরাস। সঙ্গে সঙ্গেই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয। টানা চিকিৎসার পর উপসর্গগুলি সেরে গেলে তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। রাজ্যের আর এক মন্ত্রী জিতেন্দ্র আওয়াদ করোনায় আক্রান্ত হয়েছিলেন গত এপ্রিলে। তিনিও সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়িতে ফিরেছেন।