Representational Image (Photo Credits: Pixabay)

অবশেষে বেঙ্গালুরু থেকে গ্রেফতার ডিজিটাল অ্যারেস্টের (Digital Arrest) কিংপিন চিরাগ কাপুর ওরফে চিন্তক রাজ। সম্প্রতি এই কেলেঙ্কারির ঘটনা সামনে আসে। আর তাতে নরেন্দ্রপুর, পাটুলি সহ কলকাতার বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালিয়ে মোট ১১ জনকে গ্রেফতার করেছিল পুলিশ। এদের গ্রেফতারির পরেই তদন্তের গভীরে গিয়ে উঠে আসে চিরাগ কাপুর নামে এক সফটওয়্যার ইঞ্জিনিয়রের নাম। বিগত সাতমাস ধরে সে গ্রেফতারি এড়িয়ে পালিয়ে বেরাচ্ছিলেন। অবশেষে বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টে নাগাদ আচমকাই তাঁর জেপি নগর এলাকার বাড়িতে তল্লাশি অভিযান চালায় পুলিশ। আর তারপরেই গ্রেফতার করা হয় তাঁকে।

এর আগে গত ২৬ অক্টোবর চিরাগের এক সহযোগীকে দিল্লি থেকে গ্রেফতার করা হয়ছিল। তাঁর বিরুদ্ধে ভুয়ো অ্যাকাউন্ট বিক্রির অভিযোগ ছিল। তাঁর থেকেই চিরাগের সন্ধান পাওয়া যায় বলে অনুমান পুলিশের। চিরাগের বাড়ি থেকে একাধিক ইলেকট্রনিক্স ডিভাইস উদ্ধার হয়েছে। রাউটার, হার্ড ডিস্ক, ল্যাপটপ, মোবাইল, সিম কার্ড সহ একাধিক জিনিপত্র উদ্ধার হয়েছে। সেগুলি ফরেন্সিক বিভাগে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এছাড়া একাধিক চাঞ্চল্যকর নথিপত্র উদ্ধার করা হয়েছে। শুক্রবারই তাঁকে আদালতে পেশ করা হয়েছে এবং ট্রানজিট রিমান্ডের জন্য আবেদন করা হয়েছে।

জানা যাচ্ছে, গত ১৭ জুন সাইবার ক্রাইম থানায় দেবাশি দত্ত নামে এক ব্যক্তি। অভিযোগ, তাঁকে ভয় দেখিয়ে জুমের মাধ্যমে ২৪ ঘন্টা ডিজিটাল অ্যারেস্ট করে ৪৭ লক্ষ টাকা হাতিয়ে নেয়। এই অভিযোগ পাওয়ার পরেই তদন্ত শুরু হয়। জানা যায়, দেবাশি ছাড়াও দেশের বিভিন্ন প্রান্তে অনেকেই ডিজিটাল অ্যারেস্ট কেলেঙ্কারির শিকার হচ্ছিলেন।