গনতন্ত্র ইমারত দিয়ে নয়, মানুষ দিয়ে চলে। রবিবার নতুন সংসদ ভবনের উদ্বোধন উপলক্ষ্যে কেন্দ্রের বিরুদ্ধে আক্রমন শানালেন কংগ্রেস প্রেসিডেন্ট মল্লিকার্জুন খাড়গে।
রবিবার নতুন সংসদ ভবনের উদ্বোধনে ডাকা হয়নি রাষ্ট্রপতিকে। ছিল না ২১ বিরোধী দল। এইমত অবস্থায় গনতন্ত্রের দ্বিতীয় ভবনের উদ্বোধন করা হল।শুধু তাই নয়, ভবন থেকে বেশ কিছুটা দূরে প্রতিবাদরত কুস্তিগীরদের আটক করে পুলিশ। নতুন সংসদ ভবনে যাওয়ার পথে আটক করা হয় তাদের।
রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার প্রধান ব্রিজভূষণের গ্রেফতারের দাবিতে সংসদ ভবনের সামনে ধর্ণা দেওয়ার কথা ছিল তাঁদের।ঘটনার নিন্দা জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সহ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।
ঘটনার নিন্দা জানিয়ে টুইট করেছেন রাহুল গান্ধীও।এর পাশাপাশি নতুন সংসদ ভবনকে কফিনের সঙ্গে তুলনা করে বিতর্ককে আরও বাড়িয়ে তুলেছে আরজেডি। সাক্ষী মালিকদের আটক করে নিয়ে যাওয়ার ভিডিও টুইট করে রাহুল গান্ধী কেন্দ্র তথা নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আরও কড়া সুর চড়িয়েছেন।তিনি জানিয়েছেন, রাজ্যাভিষেক পূর্ণ হল, "দাম্ভিক রাজা" রাস্তার মানুষের স্বর দমন করছেন বলে জানান রাহুল গান্ধী।
#Congress President #MallikarjunKharge slammed PM #NarendraModi after President #DroupadiMurmu was excluded from the inauguration of the #NewParliamentBuilding & on manhandling of the protesting wrestlers by #DelhiPolice, saying that the democracy is not run by buildings but by… pic.twitter.com/WqjlOpBu0A
— IANS (@ians_india) May 28, 2023
#Congress leader #RahulGandhi made a scathing attack on #BJP government over #DelhiPolice action against the protesting wrestlers.
"The coronation is over the 'arrogant king' is crushing the voice of the people on the streets!", Rahul Gandhi tweeted. pic.twitter.com/SzhaJeasFM
— IANS (@ians_india) May 28, 2023