কোচি, ২৯ মার্চ: করোনাভাইরাসে (Coronairus) সংক্রমণ বেড়েই চলেছে। কেরালার মদ্যপানকারীদের জন্য খুশির খবর। যারা প্রবলভাবে মদে আসক্ত তাদের জন্য দেশব্যাপী লকডাউন (Lockdown) থাকা সত্বেও কেরালার সরকার চিকিত্সকদের প্রেসক্রিপশন অনুযায়ী অ্যালকোহল সরবরাহকারীদের ন্যূনতম মদ সরবরাহ করার পরিকল্পনা করছে। মদ না পেয়ে কেরালায় পাঁচ জন আত্মহত্যা করে। লকডাউনের পরে ২৫ জনেরও বেশি মানুষকে নেশা-মুক্তি কেন্দ্রে ভর্তি করা হয়।
সংবাদ মাধ্যমকে ব্রিফ করতে গিয়ে মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন বলেছেন, "সরকার আত্মহত্যা এড়াতে বেশি মদ্যপায়ীদের ন্যূনতম মদ সরবরাহ করার পরিকল্পনা করছে। রাজ্য সরকার আবগারি দফতরে লকডাউনে মদ আসক্তদের মদ সরবরাহ করার পদ্ধতির পরামর্শ দেওয়ার জন্য নির্দেশ দিয়েছে," বলে জানান তিনি। রাজ্যে প্রায় ১ কোটি অ্যালকোহলিক রয়েছে যারা নিয়মিত মদ পান করে। তাদের মধ্যে, ৪৫ শতাংশ প্রবল অ্যালকোহলিক। এর আগে, মনোবিজ্ঞানী এবং সমাজ বিজ্ঞানীরা যখন বিরোধী দল এবং ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন রাজ্যের সমস্ত মদ দোকান বন্ধ করার দাবি করেছিল তখন সরকারকে এই সঙ্কট সম্পর্কে সতর্ক করে দিয়েছিল। আরও পড়ুন, করোনার লকডাউনে মদের দোকানে মদ না পেয়ে আত্মহত্যা ব্যক্তির
গতকালই মদ না পাওয়ার কারণে শুক্রবার ত্রিশূরের কাছে নিজের বাড়িতে আত্মহত্যা করেন বলে জানান যায়। ওই ব্যক্তির বয়স ৩৭ বছর বয়স। সানোজের পরিবার জানায় গত দুদিন ধরে সে অস্থির হয়ে পড়েছিল। কেরালার সরকার বেশ কয়েকটি এলাকায় বুধবার থেকে রাজ্যের সমস্ত খুচররো মদের বিক্রি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছিল।