কেরালায় কোচিন বিমানবন্দর থেকে তল্লাশি চালিয়ে এক ব্যক্তির কাছ থেকে ২৫ লক্ষ টাকার সোনা উদ্ধার করল শুল্ক দফতরের কর্তারা। উদ্ধার হওয়া সোনার মূল্য ৫০০ গ্রাম। যার আনুমানিক মূল্য ২৫.৭৫ লক্ষ টাকা।
সূত্র থেকে জানা গেছে জুতোর তলায় পেস্টিং করে নিয়ে আসা হচ্ছিল সোনা। ধৃত যাত্রীটি বাহরিন থেকে কোচিনের দিকে যাত্রা করছিল বলে জানা গেছে।
ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এর আগে রবিবার কোচিনের শুল্ক দফতরের তরফে প্রায় ৬০ লক্ষ টাকার সোনা উদ্ধার করা হয়।
জুলাই ১৮ তে ২৯.৭৫ লক্ষ টাকার সোনা উদ্ধার করে শুল্ক দফতর। বেশ কিছুদিন আগে দুবাই থেকে কোচিতে আসার পর ৫০ লক্ষ টাকার সোনা সহ তাকে আটক করা হয়।
এর পাশাপাশি জুলাই ১১ তে ৫৫৪.৬০০ গ্রাম সোনা সহ শুল্ক দফতরের হাতে ধার পড়েন আরও এক ব্যক্তি। মলদ্বারে থেকে উদ্ধার করা সোনা। ধৃত নাগরিক মালয়েশিয়া থেকে কোচিতে এসেছিলেন। তখনই বিমানবন্দরে তাকে জেরা করেন শুল্ক দফতরের আধিকারিকেরা।
Kerala: Customs seize gold worth over 25 lakh at Cochin airport
Read @ANI Story | https://t.co/56V7ojvzKz#Cochin #GOLD #Customs pic.twitter.com/0Mn70A5wlx
— ANI Digital (@ani_digital) August 8, 2023