Kedarnath Helicopter Crash (Photo Credits: X)

কেদারনাথ, ১৫ জুনঃ উত্তরাখণ্ডে দুর্ঘটনার কবলে পড়েছে যাত্রিবাহী হেলিকপ্টার (Uttarakhand Helicopter Crash)। এক শিশু-সহ সাত জনের মৃত্যু হয়েছে দুর্ঘটনায়। রবিবার ভোর সাড়ে ৫টা নাগাদ কেদারনাথ (Kedarnath) ধাম থেকে গুপ্তকাশীর দিকে যাওয়ার পথে আর্য এভিয়েশনের যাত্রিবাহী একটি হেলিকপ্টার ভেঙে পড়ে। খারাপ আবহাওয়ার জেরে হেলিকপ্টার ভেঙে পড়ার ঘটনাটি ঘটেছে বলে আশঙ্কা করা হচ্ছে। এই ঘটনার পরেই দ্রুত পদক্ষেপ নিয়েছে ভারতের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রক।

আরও পড়ুনঃ কেদারনাথ ধামে গিয়ে মৃত্যু শিশু-সহ পুণ্যার্থীর, শোকবার্তা মমতার

আর্য এভিয়েশনের (Aryan Aviation) হেলিকপ্টার পরিষেবা তাৎক্ষণিকভাবে স্থগিত রাখার নির্দেশ দিয়েছে বেসামরিক বিমান পরিবহন মন্ত্রক। চারধাম যাত্রার জন্য আর্য এভিয়েশনের পরিষেবার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। একই সঙ্গে M/s ট্রান্সভারত এভিয়েশনের দুজন পাইলটের লাইসেন্স স্থগিত রাখা হয়েছে। প্রতিকূল আবহাওয়ার মধ্যেই হেলিকপ্টার চালনা করার অভিযোগ উঠেছে দুই পাইলট, ক্যাপ্টেন যোগেশ গ্রেওয়াল এবং ক্যাপ্টেন জিতেন্দ্র হরজাইয়ের বিরুদ্ধে। যার ফলে তাঁদের দুজনের লাইসেন্স আগামী ছয় মাসের জন্য বাতিল করা হয়েছে। এছাড়াও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে রবিবার এবং সোমবার (১৫ এবং ১৬ তারিখ) এই অঞ্চলে সমস্ত চার্টার এবং শাটল হেলিকপ্টার পরিষেবা স্থগিত রাখা হয়েছে।

আর্য এভিয়েশনের হেলিকপ্টার পরিষেবা বন্ধ রাখার নির্দেশঃ