Karnataka Cancels Trains For Migrants: অর্থনীতিকে চাঙ্গা করতে লোক চাই, ভিনরাজ্য ফেরত শ্রমিকদের বাড়ি ফেরার ট্রেন বাতিল করল ইয়েদুরাপ্পা সরকার
ভিনরাজ্যের শ্রমিক(Photo Credits: PTI)

বেঙ্গালুরু, ৬ মে: ভিনরাজ্যে আটকে পড়া শ্রমিকরা কর্ণাটকে ফিরেছে। এবার সেখান থেকে ট্রেন মিললে সকলে বাড়ির পথে রওনা দেবে। আজ ৬ মে সেই ট্রেন আসার দিন, তবে তা বাতিল হয়েছে। নির্ধারিত পরিষেবার জন্য তৈরি থাকা ট্রেন বাতিলের জন্য রেলমন্ত্রককে চিঠি লিখেছে কর্ণাটক সরকার (Karnataka Govt)। মূলত মঙ্গলবার রাজ্যের প্রমোটারদের সঙ্গে বৈঠকের পরেই এই সিদ্ধান্ত নেন মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা। এমন সময় রাজ্য সরকার এই সিদ্ধান্ত নিল যখন আটকে পড়া শ্রমিকরা বাড়ি ফেরার জন্য ট্রেনের সন্ধানে হত্যে দিয়ে পড়েছে। নোডাল অফিসার এন মঞ্জুনাথ প্রসাদের দাবি, রাজ্যের মধ্যে চলাচলের জন্য কোনও ট্রেনের প্রয়েজন নেই। আরও পড়ুন- Donald Trump Doesn't Wear Mask: মাস্ক ছাড়াই অ্যারিজোনার এন-৯৫ তৈরির কারখানা পরিদর্শনে ডোনাল্ড ট্রাম্প, দেখুন ছবি

এদিকে বুধবার তিনটি ট্রেন চালুর অনুরোধ জানিয়ে রাজ্যের তরফেই আগে রেলমন্ত্রকের কাছে চিঠি গিয়েছিল। ওই আধিকারিক বলেন, এই ট্রেন পরিষেবার আর প্রয়োজন নেই। সরকারি এক আধিকারিক জানিয়েছেন, কেন ট্রেন পরিষেবার প্য়োজন নেই, তা-ও কিন্তু চিঠিতে উল্লেখ করা হয়নি। গতকাল কনফেডারেশন অফ রিয়েল এস্টেট ডেভলপারস অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার একটি প্রতিনিধি দলের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠকের পরেই শ্রমিকদের বাড়ি ফেরানোর ট্রেন বাতিলের সিদ্ধান্ত নয় ইয়েদুরাপ্পা সরকার। সরকারি কর্তার দাবি, রাজ্যের অর্থনীতিকে চাঙ্গা করতে এখন এই ভিনরাজ্যে আটকে পড়া শ্রমিকদের প্রয়োজন রয়েছে। সেজন্যই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।