হোয়াইট হাউসের সাংবাদিক সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প (Photo Credits: AFP)

ওয়াশিংটন, ৬ মে: মাস্ক ছাড়াই এন-৯৫ মাস্ক তৈরির কারখানায় চলে গেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে ফিনিক্সের হানিওয়েল কারখানায়। কারখানা পরিদর্শনের সময় প্রেসিডেন্টের মুখে মাস্ক ছিল না। সঙ্গে থাকা মার্কিন আধিকারিকরাও কেউ মাস্ক পরেননি। তবে চোখে সবারই সেফটি গ্লাস ছিল। সংবাদ মাধ্যম সিএনবিসি-র তথ্যানুসারে জানা গিয়েছে, হানিওয়েল কারখানার কর্মীরা মাস্ক ব্যবহার ভোলেননি। এই প্রসঙ্গে হোয়াইট হাউসের তরফে এক আধিকারিক জানিয়েছেন যে, প্রেসিডেন্ট ও অন্যান্য আধিকারিকদের কারখানা পরিদর্শনের সময় মাস্ক পরার প্রয়োজন নেই। ট্রাম্প জনসমক্ষে মাস্ক পরেননি, এমন ঘটনা প্রথম নয়। ফেডারেল সরকার যখন এই বিপর্যয়ের দিনে প্রত্যেক মার্কিনিকে মাস্ক পরার নির্দেশ দিচ্ছে। তখন একইভাবে আলাপচারিতার সময় মাস্ক পরতে অস্বীকৃত হচ্ছেন ট্রাম্প। আরও পড়ুন- Donald Trump: আমেরিকায় করোনার বলি হবে ৮০-৯০ হাজার মানুষ, পরিসংখ্যান বদলালেন ডোনাল্ড ট্রাম্প

মহামারী করোনার জেরে এখনও মার্কিন মুলুকের প্রচুর রাজ্যে লকডাউন চলছে। এর জেরে দেশের অর্থনৈতিক অবস্থা শোচনীয়। এভাবে তো দিনের পর দিন মাসের পর মাস চলতে পারে না। তাই সংক্রামিত এলাকাতেও বাণিজ্যিক কাজকর্ম চালু করার প্রয়োজন নিয়ে মঙ্গলবারের সাংবাদিক সম্মেলনে মুখ খোলেন প্রেসিডেন্ট। এদিকে সংক্রমণের প্রসঙ্গ উঠতেই বলেন, তাঁর প্রশাসন দেশে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে পারবে। এনিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, “আমরা সঠিক পথেই এটা করেছিলাম। আমরা সব সঠিক করেছিলাম কিন্তু এখন কাজে ফেরার সময়।” এদিকে অনেকেরই আশঙ্কা, মার্কিন যুক্তরাষ্ট্র যদি এই সংক্রমণের মধ্যে অর্থনীতিকে সচল করে দেয় তাহলে জুনের ১ তারিখ পর্যন্ত গোটা দেশে প্রতিদিন ৩ হাজার করে লোকের মৃত্যু হবে।