Karnataka BJP MLA Tippa Reddy (Photo Credit: Twitter)

বেঙ্গালুরু, ২ নভেম্বর: বিজেপি (BJP) বিধায়ককে ফোন করছেন এক মহিলা। নগ্ন মহিলার ফোন কল আসছে বার বার। এমন অভিযোগেই পুলিশের দ্বারস্থ হলন কর্ণাটকের (Karnataka) চিত্রদুর্গের বিজেপি বিধায়ক টিপ্পা রেড্ডি। কর্ণাটকের বিজেপি বিধায়ক টিপ্পা রেড্ডি অভিযোগ করেন, গত ৩১ অক্টোবর তাঁর মোবাইলে এক মহিলা ফোন করেন। প্রথমে তিনি ওই অপরিচিত মহিলার ফোন ধরেন। ওই ঘটনর পরপরই অপরিচিত ওই মহিলা টিপ্পা রেড্ডিকে হোয়াটস অ্যাপে ভিডিয়ো কল করেন। বিজেপি বিধায়ক ফোন ধরলে, সেখানে একজন নগ্ন মহিলাকে দেখতে পান। হিন্দিভাষী ওই মহিলা কেন নগ্ন হয়ে তাঁকে ভিডিয়ো কল করছেন, তা দেখে চমকে যান টিপ্পা রেড্ডি। ওই ঘটনার পর টিপ্পা রেড্ডি সঙ্গে সঙ্গে পুলিশের দ্বারস্থ হন।

টিপ্পা রেড্ডি জানান, হিন্দিভাষী ওই মহিলার নম্বর থেকে এরপর একের পর এক পর্ন ভিডিয়ো আসতে থাকে। যা জানিয়ে পুলিশের দ্বারস্থ হন টিপ্পা রেড্ডি। বিজেপি বিধায়ক এরপর হিন্দিভাষী মহিলার নম্বর ব্লক করে পুলিশকে সমস্ত ঘটনার কথা জানান। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে কে বা কারা এই ধরনের ঘটনার সঙ্গে যুক্ত থাকতে পারে, সে বিষয়ে প্রশাসনের তরফে কোনও মন্তব্য করা হয়নি।

যদিও সামনেই কর্ণাটকে বিধানসভা নির্বাচন। বিধানসভা নির্বাচনের আগে যে কোনও রাজনৈতিক দলের তরফে এই ধরনের কাজকরা হতে পারে অনুমান রাজনৈতিক মহলের একাংশের।