দিল্লি, ২৫ জুলাই: তাঁকে নিয়ে নানা মন্তব্য, একাধিক কটাক্ষ শোনা যায় সোশ্যাল মিডিয়ায়। সম্প্রতি রাস্তা তৈরি, নালা পরিষ্কার নিয়ে তিনি যখন মন্তব্য করেন, তা নিয়ে বিস্তর শোরগোল হয়। কঙ্গনা রানাউত (Kangana Ranaut) একজন অভিনেত্রী, তিনি ভাল রাজনীতিবিদ হতে পারেন না, এমন মন্তব্যেের জোয়ার বয়ে যায়। তবে কঙ্গনাকে নিয়ে যত তর্ক, বিতর্ক হোক না কেন, তিনি এসব নিয়ে যে খুব একটা গুরুত্ব দেন না, তা স্পষ্ট। আর তাইতো, ভারত, ব্রিটেন বাণিজ্য চুক্তি হওয়ার পরপরই ফের মুখ খুললেন বিজেপির তারকা সাংসদ।
বর্তমানে লোকসভায় বর্ষাকালীন অধিবেশন চলছে। ফলে হিমাচল নয়, দিল্লিতেই রয়েছেন কঙ্গনা। বর্ষাকালীন অধিবেশনে যোগ দেওয়ার আগে এবার ভারত, ব্রিটেন বাণিজ্য চুক্তি নিয়ে মুখ খুললেন বিজেপি সাংসদ।
শুনুন কী বললেন কঙ্গনা রানাউত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে...
New Delhi: BJP MP Kangana Ranaut says, "Today the biggest achievement for our country is the agreement between Britain and India, no tariff, no tax, covering 99% of items. I would like to extend my heartfelt congratulations and gratitude to our Prime Minister. Because of him,… pic.twitter.com/q1sGSm13Oq
— IANS (@ians_india) July 25, 2025
কঙ্গনা বলেন, ভারতের সঙ্গে ব্রিটেনের যে বাণিজ্য চুক্তি হয়েছে, তা ঐতিহাসিক। এই বাণিজ্য চুক্তির ফলে দেশের মানুষ ৯৯ শতাংশ ব্রিটিশ জিনসপত্র শুল্কবিহীন হিসেবে হাতে পাবেন, তা অনেক বড় পাওনা বলে মন্তব্য করেন কঙ্গনা। ভারত, ব্রিটেনের এই ঐতিহাসিক বাণিজ্য চুক্তির রূপকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই ঐতিহাসিক বাণিজ্য চুক্তির জন্য প্রধানমন্ত্রী মোদীকে ধন্যবাদও জানান কঙ্গনা।
পাশাপাশি সাংসদ অভিনেত্রী আরও বলেন, অধিবেশন যখন চলছে, সেই সময় হঠাৎ করে কেন প্রধানমন্ত্রী কেন ব্রিটেনে গেলেন বলে প্রশ্ন তোলেন বিরোধীরা। তবে বিরোধীদের এই প্রশ্ন যে একেবারে অহেতুক, তা ভারত-ব্রিটেন বাণিজ্য (India-UK Trade Agreement) চুক্তি রূপায়নের মাধ্যমে স্পষ্ট। শুধু তাই নয়, প্রধানমন্ত্রী (PM Narendra Modi) সব সময় বলেন, তাঁর জীবনের প্রত্যেক মুহূর্তে দেশের জন্য নিয়োজিত। তা তিনি আরও একবার প্রমাণ করলেন বলেও মন্তব্য করেন কঙ্গনা রানাউত।