দিল্লি, ২৪ জুলাই: ভারত, ব্রিট্রেন বাণিজ্য চুক্তি (India-UK Trade Agreement) সম্পন্ন হল ২৪ জুলাই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi) এনং ব্রিটেনের প্রধানমন্ত্রী কেইর স্টারমের (Keir Starmer) আজ ভারত, ব্রিটেন বাণিজ্য চুক্তি সম্পন্ন করেন। ভারত, ব্রিটেন বাণিজ্য চুক্তির জেরে এ দেশের মানুষের কী কী সুবিভারত, ধা হতে পারে, তা দেখে নিন এক ঝলকে।
ব্রিটিশ প্রোডাক্ট যেমন সফট ড্রিঙ্ক, কসমেটিক্স, চকোলেট, বিস্কিট, স্যামন এবং ভেড়ার মাংস সস্তা হবে। সেই সঙ্গে সস্তা হবে ব্রিটিশ গাড়িও। রেঞ্জ রোভারের মত উচ্চ মূল্য সম্পন্ন বৈদ্যুতিন গাড়ির দাম হ্রাস পেতে পারে বলে জানা যাচ্ছে। ব্রিটিশ পানীয় বা হুইস্কির দাম কমতে পারে।
ব্রিটেন থেকে আমদানি করা ওষুধের দাম কমতে পারে ভারতে। সেও সঙ্গে চিকিৎসা সংক্রান্ত একাধিক জিনিস (যেগুলি ব্রিটেন থেকে আমদানি করা হয়) এর দামও কমতে পারে।
ব্রিটেন থেকে আমদানি করা পোশাকের দাম কমতে পারে বলে খবর। অর্থাৎ ব্রিটেন থেকে যে গুরুত্বপূর্ণ জিনিসগুলি আমদানি করা হয় ভারতে, তার দাম কমতে পারে এই বাণিজ্য চুক্তির জেরে। জানা যাচ্ছে এমন খবর।
মোদী, স্টারমের বাণিজ্য চুক্তির জেরে ভারতের যে পণ্যগুলি ব্রিটেনে যায়, তার ৯৯ শতাংশ জিনিসের উপর থেকে অতিরিক্ত শুল্ক তুলে নেওয়া হচ্ছে। ফলে ভারতীয় পণ্য ব্রিটেনে বসে পেতে গেল বেশ পকেট সাশ্রয়ী হবে বলেও মনে করা হচ্ছে।
ফলে ভারত এবং ব্রিটেনেরে বাণিজ্য চুক্তির জেরে দুই দেশেরই যে লাভ হচ্ছে, তা কার্যত স্পষ্ট। মার্কিন যুক্তরাষ্ট্র যেখানে শুল্ক বাড়িয়ে দেবে বলে বার বার হুমকি দিচ্ছে, সেই সময় ভারত, ব্রিটেনের এই বাণিজ্য চুক্তির জেরে সাধারণ মানুষ অনেকটাই উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে।