কমলা হ্যারিসের পোস্টার (ছবিঃANI)

নয়াদিল্লিঃ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের (US President Election 2024) দৌড় থেকে সরে দাঁড়িয়েছেন জো বাইডেন (Joe Biden)। ডেমোক্র্যাট শিবিরে নতুন প্রেসিডেন্ট (President)  পদপ্রার্থী হিসাবে উঠে এসেছে কমলা হ্যারিসের (Kamala Harris) নাম। ছায়াসঙ্গী কমলা হ্যারিসের নাম নিজেই প্রস্তাব করেছেন মার্কিন প্রেসিডেন্ট। আর এই খবর এসে পৌঁছতেই কমলার দেশের বাড়ি, অর্থাৎ তামিলনাড়ুর (Tamil Nadu)  থুলাসেন্দ্রাপুরাম (Thulasendrapuram) গ্রামে শুরু হয়ে গিয়েছে আনন্দ উৎসব। গোটা গ্রামে ছেয়ে গিয়েছে পোস্টার। কমলার হাসি মুখের পোস্টারে জ্বলজ্বল করছে গোটা গ্রাম। তাঁদের ঘরের মেয়ে জয়ী হোক, এই আশায় বুক বাঁধছে তামিলনাড়ুর থুলাসেন্দ্রাপুরাম গ্রামের মানুষ। যদি এই নির্বাচনে জয়ী হন কমলা তবে প্রথম ‘কৃষ্ণাঙ্গ’ মহিলা প্রেসিডেন্টের জন্য হোয়াইট হাউসের দরজা খুলবে। ইতিহাসের খাতায় নাম লেখাবেন ভারতীয় ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিস। প্রসঙ্গত, মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের মা শ্যামলা গোপালন দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে আমেরিকায় চলে যজা। শ্যামলা তামিলনাড়ুর বাসিন্দা ছিলেন। পরে আমেরিকায় ডোনাল্ড হ্যারিসের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি। ডোনাল্ড হ্যারিস জামাইকার বাসিন্দা ছিলেন। এরপরই কমলার জন্ম হয়। ক্যালিফোর্নিয়ায় বেড়ে ওঠা কমলার।

দেখুন ভিডিয়ো