নয়াদিল্লিঃ আজ, ২৩ জুলাই তৃতীয় মোদী সরকারের (Modi Goverment) প্রথম পূর্ণাঙ্গ বাজেট (Budget 20240) পেশ করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Finance Minister Nirmala Sitharaman)। এ বারের বাজেটে বিহার (Bihar) এবং অন্ধ্রপ্রদেশ (Andhra Pradesh) দুই রাজ্যকে ঢেলে দিয়েছে কেন্দ্র। অন্যদিকে বাংলার কপালে তেমন কিছুই জোটেনি। বাজেট পেশের পরই কেন্দ্রীয় সরকারকে খোঁচা দিলেন তৃণমূল কংগ্রেস সাংসদ (TMC MP) কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)। সংসদে সাংবাদমাধ্যমকে তিনি বলেন, "এটা তো কুর্সি বাঁচাও বাজেট।" শুধু তাই নয় এই বাজেটকে এনডিএ জোটের বাজেট বলছেন কল্যাণ। এই বাজেটে কিছু বিশেষ সুবিধা পেয়েছে বিহার এবং অন্ধ্রপ্রদেশ। এই প্রসঙ্গে কল্যাণের বক্তব্য, "বিহার এবং অন্ধ্রপ্রদেশকে ঢেলে দেওয়া হয়েছে। এ তো এনডিএ বাজেট ইন্ডিয়া বাজেট নয়। সাধারণ মানুষের বাজেট নয় এটি। গরীব মানুষ, রাস্তাঘাট এসবের জন্য টাকা নেই! এটা কোটিপতিদের বাজেট।" সবশেষে বিহার এবং অন্ধ্রপ্রদেশকেও আক্রমণ করতে ছাড়েননি তৃণমূল সাংসদ। শেষে যোগ করেন, "নীতিশ কুমার আর অন্ধ্রপ্রদেশের সরকারকে মজবুত করতে গিয়ে বাকিদের বঞ্চিত করা হয়েছে। শুধু বড়-বড় কথা রয়েছে এই বাজেটে। কাজের কাজ কিচ্ছু নেই।"
শুনুন কী বলছেন তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়
#BudgetWithNDTV : 'ये तो अभी कुर्सी बचाओ बजट हो गया..'
बजट पर TMC सांसद कल्याण बनर्जी का पहला रिएक्शन.#UnionBudget2024 | #Budget | #NirmalaSitharaman | #BudgetSession pic.twitter.com/OUguEVs7AR
— NDTV India (@ndtvindia) July 23, 2024