দিল্লি, ৭ জুলাই: কালীর (Kaali) পোস্টার নিয়ে বিতর্ক তুঙ্গে। কালীর পোস্টার নিয়ে যখন একের পর এক বিতর্ক শুরু হয়, সেই সময় নয়া ছবি শেয়ার করলেন পরিচালক লীনা মানিমেকালাই (Leena Manimekalai)। নিজের সোশ্যাল হ্যান্ডেলে নতুন করে ছবি শেয়ার করেন, যেখানে শিব, কালী সেজে দুজনকে ধূমপান করতে দেখা যায়। লীনা ওই ছবি শেয়ার করে 'এলসহোয়্যার' বলে ক্যাপশন জুড়ে দেন। লীনার ছবির পোস্টার প্রকাশ্যে আসতেই যে বিতর্ক শুরু হয়, তা না থামিয়ে তিনি আগুনে ঘৃতাহুতি দিচ্ছেন বলে মন্তব্য করেন কেউ। সবকিছু মিলিয়ে বিতর্কের মাঝে ফের লীনা মানিমেকালাইয়ের নয়া ছবি নিয়ে শোরগোল শুরু হয়েছে।
Elsewhere…. pic.twitter.com/NGYFETMehj
— Leena Manimekalai (@LeenaManimekali) July 7, 2022
লীনা মানিমেকালাইয়ের ছবি কালী নিয়ে যখন বিতর্ক শুরু হয়, সেই সময় পালটা মন্তব্য করেন তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র। মহুয়ার মন্তব্য নিয়ে যখন পালটা চাপানউতোর চলছে, সেই সময় বুধবার ফের ট্য়ুইট করেন তৃণমূল কংগ্রেসের কৃষ্ণনগরের সাংসদ।
আরও পড়ুন: Kaali: রাজনৈতিক বিতর্কের জের, ফের 'জয় মা কালী' বলে ট্য়ুইট তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর
মহুয়া 'জয় মা কালী' বলে ট্য়ুইট করেন। পাশাপাশি যে দেবীকে বাঙালি কালী রূপে পুজো করেন, তিনি অকুতোভয় বলে বর্ণনা করেন মহুয়া।