রাঁচি, ৩১ জানুয়ারি: মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন (Hemant Soren)। তাঁর পরিবর্তে এবার বিধান পরিষদের নেতা হচ্ছেন চম্পাই সোরেন (Champai Soren)। বুধবার রাত গড়াতেই এমন জানালেন কংগ্রেস বিধায়ক রাজেশ ঠাকুর। পরিষদীয় দলনেতা হিসেবে নির্বাচিত চম্পাই সোরেনই ঝাড়খণ্ডের পরবর্তী মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন: Jharkhand: হেমন্ত সোরেনের জিজ্ঞাসাবাদের মাঝে রাজভবনে হাজির JMM বিধায়করা, বদলাচ্ছে সমীকরণ
দেখুন ট্যুইট...
#WATCH | Ranchi: Jharkhand Congress president Rajesh Thakur says, "CM Hemant Soren has decided to resign. Champai Soren has been chosen as the new leader of the Legislative party... All the MLAs are with us..." pic.twitter.com/tMG9ksaLZR
— ANI (@ANI) January 31, 2024
ঝাড়খণ্ডের মন্ত্রী তথা জেএমএম নেতা মিথিলেশ ঠাকুর জানান, তাঁরা নিজেদের নেতা পছন্দ করে ফেলেছেন। চম্পাই সোরেনই ঝাড়খণ্ডের নয়া মুখ্যমন্ত্রী নির্বাচিত বলে জানান মিথিলেশ ঠাকুর।
দেখুন ভিডিয়ো...
#WATCH | Ranchi: Jharkhand Minister and JMM leader Mithilesh Thakur says, "...We have chosen our leader...Our CM will be Champai Soren..." pic.twitter.com/BC7tT1sAQm
— ANI (@ANI) January 31, 2024
এদিকে টানা কয়েক ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর এবার বহেমন্ত সোরেনের বাসভবন থেকে বের হতে দেখা যায় ইডি আধিকারিকদের।
দেখুন...
#WATCH | Ranchi: ED Officials leave from Jharkhand CM Hemant Soren's residence pic.twitter.com/YZw3mi00NO
— ANI (@ANI) January 31, 2024
ঝাড়খণ্ড মুক্তি মোর্চার সাংসদ মহুয়া মাঝি বলেন, হেমন্ত সোরেন আপাতত ইডির হেফাজতে রয়েছেন। ইডি আধিকারিকদের সঙ্গেই হেমন্ত সোরেন রাজভবনে গিয়েছেন। সেখানে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করে হেমন্ত সোরেন নিজের ইস্তফাপত্র তুলে দেবেন। চম্পাই সোরেনই ঝাড়খণ্ডের নয়া মুখ্যমন্ত্রী হতে চলেছেন। তাঁদের সঙ্গে প্রয়োজনমত বিধায়ক রয়েছেন বলে জানান মহুয়া মাঝি।