Shibu Soren (Photo Credit: Wikipedia)

দিল্লি, ৪ অগাস্ট: প্রয়াত শিবু সোরেন ( Shibu Soren)। ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত। খবর প্রকাশ করলেন শিবু সোরেনের পুতির হেমন্ত সোরেন (Hemant Soren)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর।

সোমবার সকাল ৮.৫৬ মিনিট নাগাদ শিবু সোরেনের মৃত্যু হয়। রিপোর্টে প্রকাশ, হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। কিডনির সমস্যায় ভুগছিলেন। কিডনির সমস্যার পাশাপাশি গত মাসে তাঁর স্ট্রোকও ধরা পড়ে। ফলে পরপর দুটি সমস্যা নিয়ে তিনি হাসপাতালে চিকিৎসাধান ছিলেন। এসবের পাশাপাশি গত একমাস ধরে  লাইফ সাপোর্ট সিস্টেমে ছিলেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী। ফলে তাঁর শারীরিক অবস্থার ক্রমাগত অবনতি হচ্ছিল।

শেষে সোমবার সকাল ৮.৫৬ মিনিট নাগাদ প্রয়াত হন ঝাড়খণ্ড জনমুক্তি মোর্চার প্রধান শিবু সোরেন।

গত কয়েক বছর ধরে শিবু সোরেনকে সক্রিয় রাজনীতিতে প্রায় দেখাই যায়নি। শারীরিক অসুস্থতার জন্য দিল্লিতে থাকছিলেন তিনি। জুন মাসের শেষ সপ্তাহ থেকে দিল্লির হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন শিবু সোরেন। সেখানেই আজ সকালে তিনি প্রয়াত হন বলে খবর মেলে।

গত চার দশক ধরে ঝাড়খণ্ডকে তিল তিল করে দাঁড় করিয়েছেন শিবু সোরেন। ঝাড়খণ্ডকে পৃথক রাজ্য হিসেবে গঠন করতে এবং আদিবাসী মানুষের দাবিকে আরও জোরদার করে তুলতে শিবু সোরেনের যে বিস্তৃত কর্মকাণ্ড, তা অস্বীকার করার জায়গা নেই রাজনৈতিক মহলে।