Jharkhand CM Hemant Soren: পরপর ইডির নোটিশ, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের 'খোঁজ মিলছে না'?
Hemant Soren (Photo Credit: ANI/Twitter)

দিল্লি, ৩০ জানুয়ারি: ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী (Jharkhand CM) হেমন্ত সোরেন (Hemant Soren) পরপর ৯বার ইডির অফিসে হাজির হননি, জিজ্ঞাসাবাদে সহযোগিতা করেননি। এমন অভিযোগের পর মঙ্গলবার হেমন্ত সোরেনের দিল্লির বাড়িতে যান ইডি আধিকারিকদের একটি দল। জেএমএম নেতার দিল্লির (Delhi) বাড়িতে গিয়ে সেখানে ১০ নম্বর নোটিশ ঝোলানো হয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফে। যা নিয়ে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়ে যায়। এসবের মধ্যে নয়া খবর প্রকাশ্যে আসে। সোমবার রাত আড়াইটে থেকে হেমন্ত সোরেনের খোঁজ মিলছে না বলে রিপোর্টে প্রকাশ। ওই সময় ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী কোথায় রয়েছেন বলে তাঁর বাড়ির লোক এবং নিরাপত্তারক্ষীদের প্রশ্ন করেন ইডি আধিকারিকরা। তবে হেমন্ত কোথায় রয়েছেন, সে বিষয়ে তাঁরাও অবগত নন বলে জানানো হয়। এমনকী হেমন্ত সোরেনের মোবাইল ফোনও সুইচ অফ আসে বলে জানা যায়।

আরও পড়ুন: Hemant Soren: হাজিরা দেননি, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের বাড়িতে পৌঁছে গেল ED

দেখুন ভিডিয়ো...

 

গত ২০ জানুয়ারি হেমন্ত সোরেনের রাঁচির বাড়িতে যান এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসাররা। সেখানে সোরেনের প্রথম বিবৃতি রেকর্ড করা হয় বলে খবর। প্রায় ৭ ঘণ্টা সোরেনের বাড়িতে থাকার পর ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী বিবৃতি রেকর্ড করা হয়। ওইদিন হেমন্ত সোরেনের বিবৃতি ়পুরোটা রেকর্ড করা যায়নি। সেই কারণে ফের তাঁকে নোটিশ পাঠানো হয় বলে খবর।

এই নিয়ে হেমন্ত সোরেনকে পরপর ১০বার ইডির তরফে নোটিশ পাঠানো হল বলে জানা যাচ্ছে।