পটনা, ৪ এপ্রিল: ওয়াকফ সংশোধনী বিল (Waqf Amandment Bill 2025) নিয়ে ঘর ভাঙল এনডিএ-র দল জনতা দল ইউনাইটেডের (JDU)। বিহারে বিধানসভা ভোটের মুখে মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের বিরুদ্ধে বিশ্বাসভঙ্গের অভিযোগ তুলে জনতা দল ইউনাইটেড ছাড়লেন দলের দুই প্রভাবশালী নেতা। জনতা দল ইউনাইটেড-এর সংখ্যালঘু সেলের শীর্ষ দুই নেতা মহম্মদ কোয়াসিম আনসারি ও মহম্মদ নওয়াজ মালিক দলের প্রধান নীতীশ কুমার-কে কড়া চিঠি লিখে জানালেন, মুসলিমরা আর জেডি (ইউ)-র ওপর পুরোপুরি আস্থা হারিয়েছে। আগে তারা মনে করত জেডি (ইউ) ধর্ম নিরপক্ষতার রাজনীতিতে বিশ্বাস করে। আর তাই তারা দলে থাকছেন না।
কেন দল ছাড়লেন
ওয়াকফ সংশোধনী বিল ২০২৪-নিয়ে ভারতের লক্ষ লক্ষ মুসলিমদের ধর্মনিরপেক্ষতার ভাবনাকে ধাক্কা দিয়েছে বলে তারা চিঠিতে নীতীশ কুমারকে জানিয়েছে। প্রসঙ্গত, এনডিএ-র শরিক দল জেডি (ইউ) সংসদে ওয়াকফ বিলের পক্ষে ভোট দেন। লোকসভায় নীতীশের দলের ১২ জন ও রাজ্যসভায় ৫ জন সাংসদ আছেন।
দল ছাড়লেন দুই জেডি (ইউ) নেতা
JDU Minority Pradesh Secretary, Bihar, Shah Nawaz Malik resigns from the party and other posts due to the party's stand regarding #WaqfAmendmentBill
"...Millions of Indian Muslims like us had unwavering faith that you are the flag bearer of a purely secular ideology. But now,… pic.twitter.com/cjQvRKWkWM
— ANI (@ANI) April 4, 2025
সংসদে পাশ ওয়াকফ সংশোধনী বিল
ওয়াকফ সংশোধনী বিল নিয়ে দেশের রাজনীতিতে তোলপাড় পড়ে গিয়েছে। গতকাল, বৃহস্পতিবার রাতে রাজ্য়সভায় ১২৮-৯৫ ভোটে পাশ হয়ে যায় ওয়াকফ সংশোধনী বিল। তার আগে লোকসভায় ২৮৮-২৩২ ভোটে পাশ হয়েছিল বিলটি। সংসদের উভয় কক্ষে পাশ হওয়ায় এই বিলে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সই করে দিলেই তা নতুন আইনে পরিণত হবে। কেন্দ্রীয় সরকারের দাবি ওয়াকফ আইন সংশোধনের মাধ্যমে সাধারণ মানুষের অধিকারকে বাড়ানো যাবে। অন্যদিকে, দেশের বিরোধী দলগুলির দাবি, নতুন সংশোধনী আইনে ওয়াকাফ বোর্ডের ক্ষমতা খর্ব করা হচ্ছে। এই আইনের ফলে ওয়াকফ বোর্ড কার্যত কাগুজে বাঘ হয়ে যাচ্ছে বলেই মনে করা হচ্ছে।