J& K Weather (Photo Credit: X@metsrinagar)

আগামী ৬-৭ দিন জম্মু ও কাশ্মীরের বিভিন্ন অংশে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করলো আবহাওয়া দফতর (IMD Alert)। এই সময়ে আকস্মিক বন্যা ও ভূমিধসের মতো দুর্যোগ হতে পারে, তাই আবহাওয়া দফতরের পক্ষ থেকে ইতিমধ্যেই সতর্ক করা হয়েছে। আগামী ২৩ জুলাই পর্যন্ত জম্মু ও কাশ্মীরের ভারী বৃষ্টি প্রত্যাশিত। পূর্বাভাস (Meteorological Centre Srinagar) অনুসারে, ১৮ থেকে ২০ জুলাই জম্মু ও কাশ্মীরে অনেক জায়গায় মাঝেমধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে, কিছু জায়গায় ভারী বৃষ্টিপাত এবং জম্মু ও কাশ্মীরের বিভিন্ন অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। ২১ থেকে ২৩ জুলাই আকাশ সাধারণত মেঘলা থাকবে এবং অনেক জায়গায় মাঝেমধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

অত্যাধিক বৃষ্টির পূর্বাভাস থাকায় পহেলগাম ও বালতাল বেস ক্যাম্প থেকে বৃহস্পতিবার শ্রী অমরনাথ যাত্রা (Amarnath Yatra 2025) স্থগিত করা হয়েছে। কাশ্মীরের বিভাগীয় কমিশনার বিজয় কুমার বিধুরী জানিয়েছেন, “গত কয়েকদিন ধরে অব্যাহত বৃষ্টিপাতের কারণে, যাত্রাপথে জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণের কাজ করা প্রয়োজন। তাই, বৃহস্পতিবার দু'টি বেস ক্যাম্প থেকে পবিত্র গুহার দিকে কোনও চলাচলের অনুমতি দেওয়া হবে না বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে, পূর্ববর্তী রাতে পঞ্চতরণী ক্যাম্পে অবস্থানকারী যাত্রীদের পর্যাপ্ত বিআরও এবং মাউন্টেন রেসকিউ টিম মোতায়েনের মাধ্যমে বালতালে যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে। দিনের আবহাওয়ার উপর নির্ভর করে, যাত্রা আগামীকাল থেকে পুনরায় শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।” উল্লেখ্য, গত ৩ জুলাই থেকে শুরু হয়েছে অমরনাথ যাত্রা। এখনও পর্যন্ত ২.৪৭ লক্ষেরও বেশি তীর্থযাত্রী পবিত্র গুহা মন্দিরে শ্রদ্ধা জানিয়েছেন।