Modi Inspects Chenab Bridge (Photo Credit: ANI/X)

শ্রীনগর, ৬ জুন:  আজ ভারতের অতি গর্বের দিন। বিশ্বের সবেচেয়ে উঁচু চেনাব ব্রিজ (World's Highest Railway Bridge) বা সেতু পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi )। চেনাব নদীর উপর এই সেতু তৈরি করা হয়েছে। জম্মু কাশ্মীরের (Jammu And Kashmir) রিয়াসিতে (Reasi) গড়ে উঠেছে চেনাব (Chenab Bridge) ব্রিজ। যা আজ পরিদর্শনে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজই উদ্বোধন হবে এই  চেনাব সেতুর।

চেনাব ব্রিজ পরিদর্শনের পর জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার সঙ্গে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবং কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিংও ছিলেন প্রধানমন্ত্রী এবং ওমর আবদুল্লার সাক্ষাতের সময়। এসবের পাশাপাশি চেনাব ব্রিজ নির্মাণে যে কর্মীরা দিনরাত এক করে পরিশ্রম করেছেন, তাঁদের সঙ্গেও প্রধানমন্ত্রী সাক্ষাৎ করেন।

আরও পড়ুন: Chenab Bridge: আজই উদ্বোধন চেনাব সেতুর; 'স্বপ্ন নয়, বাস্তব করে দেখাই'- অঞ্জি সেতুর ভিডিও শেয়ার করে বললেন রেলমন্ত্রী (দেখুন ভিডিও)

প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে কাটরায় বন্দে ভারত এক্সপ্রেসে কড়া নিরাপত্তার বহর...

 

প্রসঙ্গত ৬ জুনই চেনাব ব্রিজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চেনাব ব্রিজ উদ্বোধনের পাশাপাশি একাধিক রেলওয়ে প্রজেক্টেরও উদ্বোধন আজ প্রধানমন্ত্রীর হাত ধরে হবে বলে খবর।

রিপোর্টে প্রকাশ, জম্মু কাশ্মীরের একাধিক অংশকে বন্দে ভারত দিয়ে জোড়া হচ্ছে এবার। উধমপুর, শ্রীনগর, বারামুলায় চলবে বন্দে ভারত এক্সপ্রেস। বন্দে ভারতের সেই  প্রজেক্টও আজ দেখতে যান প্রধানমন্ত্রী।