চলছে গুলির লড়াই (Photo: ANI)

শ্রীনগর, ২৮ সেপ্টেম্বর: সকাল থেকেই কাশ্মীরে (Jammu And Kashmir) চলছে নিরাপত্তা বাহিনী-জঙ্গি গুলির লড়াই (Encounter Between Security Forces And Militants)। মোট দুটি সংঘর্ষ ও একটি গ্রেনেড হামলার খবর পাওয়া গেছে। প্রথম ঘটনাট ঘটেছে রামবান (Ramban district) জেলার বাটোটে (Batote) এলাকা। জানা যাচ্ছে, আজ সকালে কাশ্মীরের বাটোটে এলাকায় ২২৪ নম্বর জাতীয় সড়কে দুই সন্দেহভাজন জঙ্গি একটি প্রাইভেট গাড়ি দাঁড় করানোর চেষ্টা করে। যদিও সেই গাড়ির চালক থামেননি। সন্দেহ হওয়াতে গাড়ির চালক সেনাবাহিনীর কুইক রেসপন্স টিমকে খবর দেন। খবর পাওয়া মাত্রই বিশাল বাহিনী নিয়ে গোটা এলাকা ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনীর জওয়ানরা। সন্দেহভাজন জঙ্গিদের ধরতে তল্লাশি অভিযান চালানো হয়। জওয়ানের উপস্থিতি টের পেয়েই গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। এরপরই দুপক্ষের শুরু হয় গুলিবর্ষণ। রামবান, দোদা ও গান্দেরবালে অভিযান এখনও জারি রয়েছে।

CRPF-র তরফে জানানো হয়েছে, জঙ্গিরা একটি বাড়ি থেকে গুলি চালাচ্ছে। একজনকে বন্দী করে তারা। ওই বাড়িতে ৫ জন জঙ্গি ছিল। সংঘর্ষে ৩ জনকে নিকেশ করা হয়েছে। পরে বন্দি হওয়া ব্যক্তিকে অক্ষত উদ্ধার করা হয়েছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে নিরাপত্তা বাহিনী বাটোতে-ডোডা জাতীয় সড়কে যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছে। আরও পড়ুন: নারদকাণ্ডে আজ সিবিআই দফতরে হাজিরা দেবেন মুকুল রায়, হতে পারে এসএমএইচ মির্জ়ার মুখোমুখি বসিয়ে জেরা

এদিক সেনা বাহিনীর নর্দান কমান্ডের তরফে জানানো হয়েছে, সকালে আরও একটি সংঘর্ষের ঘটনা ঘটেছে। নিরাপত্তা বাহিনীর গুলিতে গান্দেরবালে এক জঙ্গি নিকেশ হয়েছে। যদিও অসমর্থত সূত্রে খবর তিনজন জঙ্গির মৃত্যু হয়েছে। তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র সহ অন্য জিনিসপত্র উদ্ধার করা হয়েছে। তৃতীয় ঘটনাটি ঘটেছে শ্রীনগর শহরে। সাফাকাদল এলাকায় CRPF-র কনভয় লক্ষ্য করে গ্রেনেড ছোড়ে জঙ্গিরা। যদিও তাতে কেউ হতাহত হয়নি। সূত্রের খবর এলাকায় নিষেধাজ্ঞা জারি থাকায় রাস্তায় খুব কম লোকজন ছিল।