জয়পুর, ৩ জুন: জঙ্গিদের (Terrorist) গুলিতে নিহত ব্যাঙ্ক ম্যানেজার বিজয় বেনিওয়ালের শেষকৃত্য সম্পন্ন করা হল শুক্রবার। রাজস্থানের (Rajasthan) হনুমানগড় থানায় আজ বিজয় বেনিওয়ালের শেষকৃত্য সম্পন্ন করা হয় প্রথা মেনে। প্রসঙ্গত শুক্রবার সকালে কাশ্মীর (Jammu Kashmir) থেকে রাজস্থানের হনুমানগড়ে পৌঁছয় বিজয় বেনিওয়ালের দেহ। রাজস্থানের বেনিওয়ালের দেহ পৌঁছলে, সেখানে গ্রামের কয়েকশ মানুষ হাজির হন। হনুমানগড়ে কয়েকশ মানুষের হাজিরায় শেষকৃত্য সম্পন্ন হয় বিজয় বেনিওয়ালের।
শুক্রবার সকাল সাতটা নাগাদ বিজয় বেনিওয়ালের দেহ নিয়ে রাজস্থানের হনুমানগড়ে পৌঁছন তাঁর স্ত্রী। ছেলের মৃতদেহ দেখে অজ্ঞান হয়ে পড়েন বিজয়ের বাবা। এরপরই নিহত ব্যাঙ্ক ম্যানেজারের শেষকৃত্য সম্পন্ন করা হয়।
আরও পড়ুন: Rupankar Bagchi: 'হু ইজ কেকে?' মন্তব্যের জেরে বিরামহীন বিতর্ক, ক্ষমা চেয়ে ভিডিয়ো ডিলিট করলেন রূপঙ্কর
প্রসঙ্গত মাত্র তিন মাস আগে বিয়ে করেন বিজয় বেনিওয়াল। বিয়ের পর স্ত্রীকে নিয়ে কাশ্মীরে যান তিনি। জুলাইতে স্ত্রীকে নিয়ে বাড়িতে ফেরার কথা ছিল বিজয়ের। কিন্তু জুলাই মাসের আগে গ্রামে ফিরল বিজয়ের নিথর দেহ।